Kalighater Kaku: আচমকা বুকে ব্যথা, আইসিসিইউ-র শিশুদের বেডে কালীঘাটের কাকু! কেন? SSKM-এ শোরগোল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Kalighater Kaku: কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতির আচমকাই অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। তবে শিশুদের বেডে রয়েছেন কালীঘাটের কাকু। কেন?
কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কালীঘাটের কাকুকে। বহু চর্চিত নাম। আসল নাম সুজয় কৃষ্ণ ভদ্র। কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল তাকে। সেই কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতির আচমকাই অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছে। তবে শিশুদের বেডে রয়েছেন কালীঘাটের কাকু। কেন?
এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আইসিসিইউ-তে ১৮ নম্বর বেডে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে আইসিসিইউ-তে মোট কুড়িটা বেড। এর মধ্যে ১ থেকে ১৭ নম্বর বেড বড়দের জন্য। ১৮,১৯,২০ নম্বর বেড শিশুদের জন্য বরাদ্দ। হৃদযন্ত্রে অস্ত্রোপচার হওয়া শিশুদের এবং হঠাৎ করে কোনও শিশুর হৃদযন্ত্রের সমস্যা হলে ভর্তির জন্য এই তিনটে বেড রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভারতে সবচেয়ে বেশি কী কারণে খুন হয় জানেন? দিনে কটা? কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্ট
শিশুদের জন্য রাখা বেডগুলির একটি হচ্ছে ১৮ নম্বর বেড। ওই ১৮ নম্বর বেডেই রাখা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। গতকাল রাতে আইসিসিইউ-তে বড়দের বেড খালি ছিল না। দ্রুত আইসিসিইউ-তে দেওয়ার দরকার পরে কালীঘাটের কাকুকে। তাই শিশুদের জন্য বরাদ্দ বেডেই রাখা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, গতকাল ৯০/৬০ প্রেসার ছিল কালীঘাটের কাকুর। রক্তচাপ বাড়ানোর ওষুধ দেওয়ার পরও আজ ৯০/৭০ প্রেসার। পালস বেড়ে ১২০ ছিল, আজ ১১০ হয়েছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ঘিরে গত কয়েকদিনে টানটান নাটকীয় পরিস্থিতি। যা অব্যহত রইল শুক্রবারও। এদিন জোকা ইএসআই হাসপাতালে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা। সেইমতো সাতসকালে এসএসকেএমে এসে হাজির হয় ইডির টিম। এদিকে হঠাৎই খবর আসে, কাকুর বুকে ব্যথা হচ্ছে। তারপরই কার্ডিওলজির আইসিসিইউয়ে স্থানান্তরিত করা হয় তাঁকে।
advertisement
ওঙ্কার সরকার
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2023 12:11 PM IST