Crime in India: ভারতে সবচেয়ে বেশি কী কারণে খুন হয় জানেন? দিনে কটা? কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্ট

Last Updated:

Crime in India: হিসেব করলে দাঁড়ায়, প্রতিদিন গড়ে ৭৮টি করে খুন হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB এই রিপোর্ট পেশ করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: দেশে অপরাধের হার নিয়ে কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ। ২০২২ সালে ভারতে মোট ২৮ হাজার ৫২২টি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। হিসেব করলে দাঁড়ায়, প্রতিদিন গড়ে ৭৮টি করে খুন হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB এই রিপোর্ট পেশ করেছে।
যদিও ২০২১ সালের তুলনায় খুনের হার কমেছে দেশে। ২০২০ সালেও এই সংখ্যা অনেকটাই বেশি ছিল। ‘ক্রাইম ইন ইন্ডিয়া-২০২২’ নামের রিপোর্টে এই সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে। খুনের অপরাধের ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বার্ষিক সমীক্ষায় চাঞ্চল্যকর এই রিপোর্টটি প্রকাশ্যে এসেছে। এরপরেই আছে বিহারের স্থান। সেই সঙ্গে কেবলমাত্র ২০২২ সালেই দেশে ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মৃত্যুর কাছে হার, প্রয়াত জুনিয়র মেহমুদ! ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেতাকে
তালিকায় এরপর রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সর্বাধিক খুনের অভিযোগ দায়েরের হিসেবে পশ্চিমবঙ্গে ১৬৯৬টি খুনের অভিযোগ দায়ের হয়েছে ২০২২ সালে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী সবচেয়ে কম অপরাধপ্রবণ রাজ্য হিসেবে নাম রয়েছে সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, গোয়া ও মণিপুরের। ৯৫.৪ শতাংশ খুনের শিকারী হয়েছেন প্রাপ্তবয়স্করা।
advertisement
advertisement
এনসিআরবি-র রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে গোটা দেশে খুনের উদ্দ্যেশ্য নিয়ে। কী কারণে হয়েছে এত খুন? রিপোর্টে দাবি, সবচেয়ে বেশি কারণ হিসেবে উঠে এসেছে বিবাদ, অশান্তি। ব্যক্তিগত আক্রোশের কথাও খুনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত হিংসার জেরে খুন হয় ৩ হাজার ৭৬১ এবং প্রেম ঘটিত কারণে খুন হয়েছিল ১ হাজার ৮৮৪ জন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/দেশ/
Crime in India: ভারতে সবচেয়ে বেশি কী কারণে খুন হয় জানেন? দিনে কটা? কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement