শব্দ দৌরাত্ম্য রুখতে শহর ও শহরতলিতে বিশেষ নজরদাড়ি চালাবে পুলিশ

Last Updated:

কালী পুজোয় শব্দবাজি আটকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শহরের আবাসনগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বহুতলের ছাদগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে।

#কলকাতা: কালী পুজোয় শব্দবাজি আটকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শহরের আবাসনগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বহুতলের ছাদগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে। শনিবার, শব্দবাজি নিয়ে সচেতনতায় পোষ্যদের নিয়ে র‍্যালিও করেন পশুপ্রেমীরা।
কালীপুজোর আগে থেকেই প্রচার, সচেতনতা। তাও কিছুতেই যেন বাধ মানে না শব্দ দানবের তান্ডব। তাই এবার শব্দবাজি বন্ধে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় চলছে সচেতনতা প্রচার।
আবাসনগুলির বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ। ছাদ থেকে শব্দ দানবের তান্ডব আটকাতে প্রয়োজনে ছাদে তালা লাগিয়ে রাখার কথাও ভাবছেন পুলিশ আধিকারিকরা।
advertisement
advertisement
শব্দ দৌরাত্ম্য রুখতে শহর ও শহরতলিতে বিশেষ নজরদাড়ি চালাবে পুলিশ ৷ পুলিশি নজরদারি চলবে জেলায়-জেলায় ৷ ভবানীপুর, দমদম, মানিকতলা,বেহালা ৷ বিধি ভাঙলেই ব্যবস্থা নেবে পুলিশ ৷ একই নজরদারি পর্ণশ্রী, রবীন্দ্র সরোবরেও ৷ শব্দ দাপট রুখতে নজরদারি সল্টলেকেও ৷ নজর বেলেঘাটা, কসবা, এন্টালি চত্বরেও ৷ বিশেষ দল ঘুরবে চারু মার্কেট,তিলজলায়
রবীন্দ্র সরণি, বালিগঞ্জ সার্কুলার রোডে নজরদারি ৷ লেকটাউন, বাঙুর, বাগুইআটি, গড়ফায় নজর ৷ শব্দ দৌরাত্ম্য রুখতে ঘুরবে পুলিশের বিশেষ দল
advertisement
কলকাতার পাশাপাশি নজর জেলায়-জেলায় ৷ সোনারপুর, তমলুক, জগদ্দল, বারাসতে নজর ৷ শিবপুর, সালকিয়া, চুঁচুড়া, খড়দহ, রিষড়া ৷ ভদ্রেশ্বর, চন্দননগর, শান্তিপুরেও নজরদারি ৷ প্রশাসনের বিশেষ দল ঘুরবে মহেশতলা চত্বরেও ৷ শব্দবিধি ভাঙলেই জেল বা জরিমানা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শব্দ দৌরাত্ম্য রুখতে শহর ও শহরতলিতে বিশেষ নজরদাড়ি চালাবে পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement