Jyotipriya Mallick News: জেলে আজব দাবি তুললেন জ্যোতিপ্রিয় মল্লিক! হঠাৎ মুখে প্রভাবশালী মন্ত্রীর নাম! কে তিনি?

Last Updated:

Jyotipriya Mallick News: এক ওয়ার্ডে থাকা ‘প্রতিবেশী’ মন্ত্রীর সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয়র মুখে কার নাম?
জ্যোতিপ্রিয়র মুখে কার নাম?
অর্পিতা হাজরা, কলকাতা: শরীর খারাপ বলে বারবার দাবি করেছেন তিনি। এমনকী বৃহস্পতিবার বিচারকের কাছে কাতর আর্তি করে বলেছেন, ”আমাকে বাঁচতে দিন।” কিন্তু তাতেও সুরাহা হয়নি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু প্রেসিডেন্সি জেলের একই ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে দাবি, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়ে জেলে মোবাইল ফোনের বায়না ধরেছিলেন জ্যোতিপ্রিয়। যদিও সেই দাবি মেনে নেননি জেল কর্তৃপক্ষ।
এক ওয়ার্ডে থাকা ‘প্রতিবেশী’ মন্ত্রীর সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা বাইশ ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ তিনি। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে ঢোকার সময়ও তীব্র আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
advertisement
advertisement
ওয়ায়াকিবহল মহলের মতে, জেলে গিয়েও প্রভাব খাটানোর চেষ্টা করছেন জোত্যিপ্ৰিয় মল্লিক। প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলে রয়েছেন জোত্যিপ্ৰিয়। দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরাও রয়েছেন পাহেলা বাইশ ওয়ার্ডেই। সেখানে সাত নম্বর সেলে রয়েছেন জোত্যিপ্ৰিয় মল্লিক।
advertisement
জেল সূত্রে খবর, মোবাইল ফোনের জন্য বারবার আবদার করেন জ্যোতিপ্রিয়। জেল সূত্রে খবর, জেল আধিকারিকদের উপর প্রভাব খাটাতে একাধিকবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নেন। যদিও রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জোত্যিপ্ৰিয়র কোনও অনুরোধ ধোপে টেকেনি। জেলে গিয়ে আবদারও করেছিলেন জোত্যিপ্ৰিয় মল্লিক। জেল সূত্রে খবর, জেলে জোত্যিপ্ৰিয় মল্লিকের আবদার ছিল, “আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্যের আওতায়, এই সেলে থাকব না। এসএসকেএম হাসপাতালে পাঠাও। আমার বাঁদিক প্যারালাইসিস হয়ে গিয়েছে।” জেল হাসপাতালে চিকিৎসার পরে জেল হাসপাতাল জানায়, ”এখন ভর্তির দরকার নেই। আপনার শারীরিক অবস্থা ঠিক আছে।” তাতে ক্ষুব্ধ হন জোত্যিপ্ৰিয়। জেল সূত্রে এমনই খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick News: জেলে আজব দাবি তুললেন জ্যোতিপ্রিয় মল্লিক! হঠাৎ মুখে প্রভাবশালী মন্ত্রীর নাম! কে তিনি?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement