Jyotipriya Mallick arrested: ভোররাতে জ্যোতিপ্রিয়কে সিজিও-তে নিয়ে গেল ইডি, রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
শুক্রবার ভোর রাত ৩.২৫ মিনিটে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি-র আধিকারিকরা৷
কলকাতা: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি৷ রেশন বণ্টন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হল৷ বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর শুক্রবার ভোররাতে জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বের করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি কর্তারা৷
যদিও জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়ে ইডি-র পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ বাড়ি থেকে বের করার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার৷ এ সবকিছুর জন্য বিজেপি-কেই দায়ী করেছেন জ্যোতিপ্রিয়৷
advertisement
advertisement
রেশন বণ্টন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়ি সহ একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি। জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু এর আগে খাদ্য দফতরের দায়িত্বে ছিলেন, তাই তাঁর নাম এই দুর্নীতির তদন্তে উঠে আসে। গতকাল সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বিসি ২৪৫ নম্বর বাড়িতে হানা দিয়েছিল ইডি৷ খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর সম্পত্তির খতিয়ান, আয়ের উৎস সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখেন ইডি কর্তারা৷ রাতের দিকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আসা হয়৷ তখন থেকেই খাদ্যমন্ত্রীকে ইডি হেফাজতে নিেত পারে বলে জল্পনা ছড়াতে থাকে৷
advertisement
শেষ পর্যন্ত শুক্রবার ভোর রাত ৩.২০ মিনিট নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি-র আধিকারিকরা৷ সেখান থেকে সোজা বনমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়৷ বাড়ি থেকে বেরনোর সময় বনমন্ত্রী শুধু বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম।’ সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখেও একই কথা শোনা যায় তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতার মুখে৷ বিজেপি-কেও নিশানা করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ জ্যোতিপ্রিয় বলেন, ‘বিজেপি খুব ভাল কাজ করেছে।’
advertisement
তবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে ইডি-র পক্ষ থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ জ্যোতিপ্রিয় নিজেও সরাসরি গ্রেফতারি নিয়ে কিছু বলেননি৷ কারণ নিয়ম মতো, গ্রেফতার করা হলে ইডি-র পক্ষ থেকে তাঁকে তা জানানো হবে৷ অ্যারেস্ট মেমোতেও সই করানো হবে৷ তবে যেভাবে প্রায় চব্বিশ ঘণ্টা তল্লাশির পর জ্যোতিপ্রিয় মল্লিককে ভোররাতে ইডি হেফাজতে নিল, তা এককথায় নজিরবিহীন৷ এর আগে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি৷ তবে ভোররাতে কাউকেই এ ভাবে গ্রেফতার করার নজির নেই৷ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজই শারীরিক পরীক্ষার পর রাজ্যের বনমন্ত্রীকে আদালতে পেশ করার কথা ইডি-র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 3:53 AM IST