Jyotipriya Mallick: ফিরে গেল মিষ্টির প্যাকেট! বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে এসে হতভম্ব অতিথিরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
একা সব্যসাচী দত্ত নন, এ দিন তৃণমূলের অনেক ছোট বড় নেতা, কর্মী সমর্থকরাও এ দিন বনমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসে অবাক হয়েছেন৷
কলকাতা: সদ্য দুর্গা পুজো শেষ হয়েছে৷ বনমন্ত্রী তথা তৃণমূলের উত্তর চব্বিশ পরগণার ডাকাবুকো নেতা হিসেবেই পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে প্রতি বছরের মতো এবারেও তাই বিজয়া সারতে আসছেন বহু মানুষ৷ কিন্তু বৃহস্পতিবার সকালে তাঁদের প্রায় সবাইকেই সঙ্গে নিয়ে আসা মিষ্টি নিয়ে ফেরত যেতে হল৷ কারণ বিজয়া সারবেন কী, বনমন্ত্রীর বাড়িতে সাতসকালেই যে হানা দিয়েছে ইডি৷
শুধু তৃণমূলের সাধারণ কর্মী, সমর্থক অথবা বনমন্ত্রীর অনুগামীরা নন৷ এ দিন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ২৪৫ নম্বর বাড়িতে বিজয়া করতে এসে রীতিমতো থতমত খেয়ে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত৷ মিষ্টির প্যাকেট হাতে বনমন্ত্রীর বাড়িতে ঢোকার সময়ই তাঁকে আটকান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তখন সব্যসাচীকে বলতে শোনা যায়, পরীক্ষা করেই দেখুন না, আমার কাছে মিষ্টির প্যাকেট ছাড়া কিছুই নেই৷
advertisement
যদিও তাতেও কাজের কাজ হয়নি৷ শেষ পর্যন্ত সঙ্গে নিয়ে আসা মিষ্টির বাক্স নিয়েই ফিরে যান সব্যসাচী দত্ত৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রতি বছরই তো বিজয়া করতে আসি আর আমার বাড়ির লক্ষ্মী পুজোতে যাওয়ার নিমন্ত্রণ করে যাই৷ আজকে তো সকালে উঠে আমি টিভি দেখিনি৷ ফলে কী হয়েছে জানতাম না৷’
advertisement
advertisement
একা সব্যসাচী দত্ত নন, এ দিন তৃণমূলের অনেক ছোট বড় নেতা, কর্মী সমর্থকরাও এ দিন বনমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসে অবাক হয়েছেন৷ কারণ কেন্দ্রীয় বাহিনীর বাধায় কেউই ভিতরে ঢুকতে পারেননি৷ বেলা যত বাড়তে থাকে, বিজয়া করতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে বনমন্ত্রীর বাড়ির সামনে৷ একটা সময়ের পর পরিস্থিতি এমন হয় যে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের সাহায্য নিতে হয় ইডি-কে৷ বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে আসা অতিথিদের আটকে দেয় পুলিশ৷ ফলে বনমন্ত্রীকে দেওয়ার জন্য নিয়ে আসা মিষ্টির প্যাকেট নিয়েই ফেরত যেতে হয় বহু মানুষকে৷
advertisement
বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির তল্লাশি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ভোরবেলা লোকে বালুর বাড়িতে বিজয়া দশমী সারতে গিয়ে দেখছে ইডি তল্লাশি চলছে৷ আমার প্রশ্ন, একজন বিজেপি নেতার বাড়িতে তল্লাশি হয়েছে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 12:40 AM IST