Jyotipriya Mallick: 'সম্পত্তির আয়ের উৎস কী? এত টাকা কোথা থেকে পেয়েছেন?' ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?

Last Updated:

Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার রাতে বাইপাসের ধারে নার্সিং হোম থেকে ছাড়া হয়। এরপর সোজা সিজিও কমপ্লেক্সে আসেন। তারপর থেকেই শুরু হয়েছে জেরা। তিনি আপাতত সুস্থ রয়েছেন, এমনটাই দাবি ইডির।

ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?
ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার রাতে বাইপাসের ধারে নার্সিং হোম থেকে ছাড়া হয়। এরপর সোজা সিজিও কমপ্লেক্সে আসেন। তারপর থেকেই শুরু হয়েছে জেরা। তিনি আপাতত সুস্থ রয়েছেন, এমনটাই দাবি ইডির। সোমবার দুপুর ১২ টা থেকে শুরু হয় জেরা। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র সঙ্গে  রেশন দুর্নীতিতে বাকিবুরের সঙ্গে যোগাযোগ কীভাবে? কতদিন ধরে চেনেন তাকে? বাকিবুরের থেকে জ্যোতিপ্রিয়র কাছে কীভাবে লেনদেন চলত? শেল কোম্পানিতে কীভাবে কোটি কোটি টাকা মানি ট্রেল হয়েছে? সম্পত্তির আয়ের উৎস কি? টাকা কোথা থেকে পেয়েছেন? জ্যোতিপ্রিয় ফ্যামিলি ফ্রেন্ড কি বাকিবুর? কারণ জ্যোতিপ্রিয় ফ্যামিলির ফ্লাইট এর বিদেশে যাওয়ার টিকিট ও ক্যানসেল এর টাকা দিয়েছিল বাকিবুর। বাকিবুরের সঙ্গে ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনকে ভিত্তি করেই চলে জেরা।
ইডি সূত্রে খবর, এদিন অমিত দে ও অভিজিৎ দাশকেও তলব করেছিল ইডি। তাঁদের দেওয়া আগের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তাঁদের বয়ানের উপর ভিত্তি করেও বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা ।
advertisement
advertisement
এদিন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আইএএস জোতিষষ্মান চট্টোপাধ্যায় এলেন সিজিও দফতরে। আজ ফের তাঁকে তলব করা হয় তাকে। তিনি আসেন ইডির দফতরে। তাঁর বয়ান রেকর্ড করা হয় । অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভা প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে তলব করেছে ইডি। এদিন তাঁকে ও জোতিষষ্মানকে জিজ্ঞাসাবাদ করে ইডি। পাচু রায় সিজিও ইডি দফতরে আসেন। ২০১১-১৬ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন তিনি।পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়  মনোজ কুমার মহনট,   বাবা মেঘ রাজ মহনট ফ্ল্যাটে এবার হাওড়ায় ইডির তল্লাশিতে আসে। ইডির  ৩ জন অধিকারিক  আসেন ।
advertisement
দু’বছর ধরে এই ফ্ল্যাট এ থাকেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট লিঙ্ক মিলেছে । সেই সূত্র ধরে অভিযান চলছে ।প্রসঙ্গত, এর আগে  মণিশ কোঠারির ঘনিষ্ঠ  হিসাবে গরু পাচার মামলায় মনোজের নাম এসেছে । গরু পাচার মামলায় চার্জশিটে নাম  ছিল  মনোজের । মণিশ কোঠারি ঘনিষ্ট মনোজ মহনট। মণিশ কোঠারির মাধ্যমে পরিচয় অনুব্রত মন্ডলের সঙ্গে । সূত্রের খবর, হাওলার  কাজ করত এই মনোজ। কালো টাকা সাদা করত ও মোটা পার্সেন্টেজ নিয়ে কাজ করত বলে অভিযোগ। বেলা সাড়ে ১২ টা থেকে চলে তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলাতে এদিন হাওড়া সহ কয়েকটি জায়গায় তল্লাশি চলে।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: 'সম্পত্তির আয়ের উৎস কী? এত টাকা কোথা থেকে পেয়েছেন?' ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement