Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল 'শিক্ষা' মামলা! দায়িত্বে এবার কে? বিরাট রদবদল প্রাথমিক নিয়োগ মামলায়

Last Updated:

Justice Abhijit Ganguly: বদল হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা: বিচারব্যবস্থায় একের পর এক শোরগোল। এবার বদল হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। পরিবর্তে লেবার ও ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। সংক্রান্ত মামলার বিচারের ভার পড়ল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে।
মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, শিক্ষা সংক্রান্ত কোনও মামলার শুনানি আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে না। তাঁর হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার দায়িত্ব দেওয়া হল হাই কোর্টেরই অন্য বিচারপতি রাজশেখর মান্থাকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবারও বিচারপতিদের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমই। তাঁরই স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।
এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সাম্প্রতিক এবং নজিরবিহীন সংঘাত নিয়ে এজলাসে বসে লজ্জা প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল 'শিক্ষা' মামলা! দায়িত্বে এবার কে? বিরাট রদবদল প্রাথমিক নিয়োগ মামলায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement