Justice Abhijit Gangopadhyay: দক্ষিণ দমদমে বেআইনি নির্মাণ, পুরপ্রধানকে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Justice Abhijit Gangopadhyay: বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপে কেন উদ্যোগী নয় পুরসভা, তা জানতে চায় হাইকোর্ট।

বিচারপতির কড়া নির্দেশ
বিচারপতির কড়া নির্দেশ
কলকাতা: বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে এবার দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধানকে এজলাসে সশরীরে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরসভার প্ল্যান পাস না করে দেড় তলার নির্মাণ সাড়ে তিন তলা করা হলেও চার বছর ধরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দক্ষিণ দমদম পুরসভা।
বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপে কেন উদ্যোগী নয় পুরসভা, তা জানতে চায় হাইকোর্ট। আগামিকাল সকাল সাড়ে দশটায় হাইকোর্টে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়কে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে পৌরসভার নির্দিষ্ট প্ল্যান পাস না করেই সাড়ে তিন তলায় নির্মাণ করা হয়েছে। গত চার বছর ধরে এই নির্মাণ করা হলেও বারংবার অভিযোগ জানানো সত্বেও কোন হেলদোল নেই দক্ষিণ দমদম পুরসভা কর্তৃপক্ষের বলেও অভিযোগ। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাও দায়ের হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আজ মামলার শুনানিতে কেন পুরসভা চার বছর ধরে নির্বিকার এ কথা বারবার জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুরসভার আইনজীবী এই বিষয়ে সঠিক উত্তর দিতে না পারায় আগামীকাল দক্ষিণ দমদমের পুরপ্রধানকে সকাল সাড়ে দশটায় তোলোক করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Gangopadhyay: দক্ষিণ দমদমে বেআইনি নির্মাণ, পুরপ্রধানকে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement