Mamata Banerjee: ‘সিপিআইএম নরকঙ্কাল নিয়ে খেলা করত!’ জয়নগর খুন নিয়ে বিস্ফোরক মমতা, যা বললেন...

Last Updated:

জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর লস্করকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ৷ এই আনিসুর এলাকায় সিপিএম কর্মী হিসাবেই পরিচিত ছিলেন৷ আনিসুর ছাড়াও এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করা হয়েছে৷

কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া পাওনা, দলীয় স্তরে রদবদল এবং সবশেষে তৃণমূল স্তর থেকে লোকসভা ভোটের জন্য প্রস্তুতি৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূলকর্মীদের মূল ‘টেক হোম’ এটাই হওয়ার কথা ছিল৷ তবে এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করার পাশাপাশি, আরও একবার রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিআইএম-কে বেনজির আক্রমণ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বললেন, ‘‘সিপিআইএমের কান মুলে দেওয়া উচিত। রাজনৈতিক ভাবে। ওদের সময়ে কী কাজ হয়েছে? ওরা শুধু মিথ্যা কথা বলে।’’
এদিন মমতার মুখে উঠে আসে জয়নগরের তৃণমূলনেতা খুনের ঘটনা প্রসঙ্গও৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘জয়নগরে পরপর তিন-চারটে খুন করেছে। তাঁদের মুখে আবার বড় বড় কথা। সিপিআইএম নরকঙ্কাল নিয়ে খেলা করত। শূন্যে চলে গেছে। ওই শূন্যতেই পড়ে থাকবে।’’
জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর লস্করকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ৷ এই আনিসুর এলাকায় সিপিএম কর্মী হিসাবেই পরিচিত ছিলেন৷ আনিসুর ছাড়াও এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করা হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: কথা বলার মতো অবস্থাতেও নেই অভিষেক! চোখে গুরুতর সমস্যা, কী বললেন নেতা?
সপ্তাহখানেক আগেই জয়নগরের বামনগাছিতে নিজের বাড়ির কাছেই খুন হন এলাকার পরিচিত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর৷ এই খুনের পিছনে সরাসরি স্থানীয় সিপিআইএম কর্মীদেরই দায়ী করেন সইফুদ্দিনের বাবা ইলিয়াস৷ তৃণমূল নেতার খুনের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়৷ অভিযোগ, সোমবারই সকাল ৭টা নাগাদ বামনগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলুয়াখাঁকি নস্কর পাড়া এলাকায় হামলা চালায় তৃণমূল কর্মীদের একাংশ। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৩০-৪০টি বাড়ি৷ এই এলাকায় মূলত সিপিআইএম কর্মীদের বাস বলে স্থানীয় সূত্রের খবর।
advertisement
পুলিশ জানিয়েছিল, তৃণমূল নেতাকে গুলি করে খুন করার পিছনে ‘মাস্টারমাইন্ড’ ছিল আসলে এই ‘সিপিআইএম কর্মী’ আনিসুর লস্কর৷ এই আনিসুরও দলুয়াখাঁকির বাসিন্দা। সইফুদ্দিন খুন হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল সে৷ পরে নদিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷
আরও খবর পড়তে ফলো করুন https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘সিপিআইএম নরকঙ্কাল নিয়ে খেলা করত!’ জয়নগর খুন নিয়ে বিস্ফোরক মমতা, যা বললেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement