Sagar Dutta Medical College and Hospital: কথা দিয়েও বসল না পুলিশ আউটপোষ্ট, সিসিটিভি! ঘটনায় সরব সাগর দত্তের জুনিয়ার চিকিৎসকরা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Sagar Dutta Medical College and Hospital: সাগর দত্ত হাসপাতালে উদ্বোধন হওয়ার পরেও চালু হল না পুলিশ আউটপোষ্ট, বসল না সিসিটিভি, ঘটনায় সরব জুনিয়ার চিকিৎসকরা।
সুবীর দে,কামারহাটি: সাগর দত্ত হাসপাতালে উদ্বোধন হওয়ার পরেও চালু হল না পুলিশ আউটপোষ্ট, বসল না সিসিটিভি, ঘটনায় সরব জুনিয়ার চিকিৎসকরা। গত ১৮ই সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক, নার্সদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল এলাকায় পুলিশ আউটপোষ্টের উদ্বোধন করা হয় বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়।কিন্তু উদ্বোধন হওয়ার পরেও চালু হল না পুলিশ আউটপোষ্ট।এই ঘটনায় সরব হয়েছে জুনিয়ার চিকিৎসকরা।
আরও পড়ুনঃ তেতোতেই লুকিয়ে সুস্থ জীবনের চাবিকাঠি! রোজ সকালে ৫-৬ টা এই পাতাতেই উধাও সুগার, ধারেকাছে ঘেঁষবে না দুরারোগ্য রোগ
তাঁদের দাবি পুলিশ আউটপোষ্ট চালু ও সিসিটিভি ক্যামেরা অবিলম্বে বসাতে হবে। কেন হচ্ছে না বুঝতে পারা যাচ্ছে না। আন্দোলন তুলে আমরা চিকিৎসা পরিষেবা চালু করেছি। ৭ দিনের মধ্যে যদি সমাধান না হয়। আবার আমরা জুনিয়ার চিকিৎসকরা আন্দোলনে নামব।
advertisement
advertisement
পুলিশ আউটপোষ্ট চালু না হওয়া প্রসঙ্গে সাগর দত্ত হাসপাতালের MSVP সুজয় মিস্ত্রি ফোনে প্রতিক্রিয়ায় বলেন, ‘আউটপোষ্ট চালু না হওয়ার অভিযোগ আসেনি। পুলিশ আগের থেকে তাঁদের সংখ্যা বাড়িয়েছে।আউটপোষ্ট সেই অর্থে ওটা নয় ।আমরা অস্থায়ী একটা ঘর দিয়েছিলাম।আমরা তাঁদের থাকার জন্য জায়গা দিয়েছি। নিরাপত্তার জন্য পুলিশ তাদের মত হাসপাতালে কাজ শুরু করেছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 2:46 PM IST