'নবান্ন অভিযানে আমরা কেউ থাকছি না!' কেন? RG Kar নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জুনিয়র ডাক্তাররা!
- Published by:Tias Banerjee
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নবান্ন অভিযানে অংশ নেবে না, কারণ এটি রাজনৈতিক কর্মসূচি। তবে 'কালীঘাট চলো' কর্মসূচিতে ছোট প্রতিনিধি দল পাঠাবেন কি তাঁরা?
নবান্ন অভিযানে অংশগ্রহণ থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এক বিবৃতিতে ফ্রন্ট জানায়,“এটি একটি রাজনৈতিক কর্মসূচি। আদর্শগতভাবে এর সঙ্গে আমাদের সাযুজ্য নেই, তাই আমরা এই কর্মসূচিতে থাকছি না।”
advertisement
অন্যদিকে, নাগরিক সমাজ ও অভয়া মঞ্চের তরফে আয়োজিত ‘কালীঘাট চলো’ কর্মসূচিতেও ফ্রন্ট পুরোপুরি অংশ নিচ্ছে না। তবে সম্পূর্ণ বিরতিও থাকছে না।
advertisement
তাদের তরফে জানানো হয়েছে, “আমরা ‘কালীঘাট চলো’ কর্মসূচিতে সদলবলে অংশ নিচ্ছি না, তবে আমাদের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবে।”
সুতরাং, দুই পক্ষের ডাকেই পুরো সংগঠন যাবে না, কিন্তু নাগরিক সমাজের উদ্যোগে ছোট প্রতিনিধি দল পাঠাবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট—এই অবস্থানেই আপাতত অনড় তাঁরা।
প্রসঙ্গত, গত বছর ৮ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। এক বছর পর সেই ৮ অগস্টে রাতভর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট’। সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। জানানো হয়, ৮ অগস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নামবেন তাঁরা। হবে মশাল মিছিল।
advertisement
আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। ঘটনাটি ঘটেছিল গত বছর ৮ অগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টের মধ্যে। আরজি কর কাণ্ডের এক বছর পর সেই ৮ অগস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দেন জুনিয়র ডাক্তারেরা। তার পরে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলেও জানান তাঁরা। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান জুনিয়র ডাক্তারেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 3:38 PM IST