মুখ্যমন্ত্রীর কথা মেনেই NRS হাসপাতালে ফিরেই আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
Last Updated:
#কলকাতা: কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত জুনিয়র ডাক্তাররা অবশেষে তুললেন কর্মবিরতি ৷ নবান্নে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন এনআরএস হাসপাতালে ফিরে তারা আন্দোলন তোলার কথা ঘোষণা করবেন, সেই মতোই হাসপাতালে ফিরেই সাংবাদিক বৈঠক ডেকে আন্দোলন প্রত্যাহার করলেন চিকিৎসকেরা ৷
প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাক্ষেত্রে অচলাবস্থা চলার পর অবশেষে স্বাভাবিক হতে চলেছে সরকারি হাসপাতালের পরিষেবা ৷ ১০ জুন রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের মারধর করেন রোগীর আত্মীয়-পরিজনরা। তাতেই গুরুতর আহত হন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সপ্তাহব্যপী অচলাবস্থার সূত্রপাত এখান থেকেই। সিসিটিভি ফুটেজ দেখে চিকিৎসকদের মারধরে পাঁচজনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। তবে তাতে আন্দোলনের তীব্রতা তো কমেইনি, উল্টে গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। টানা সাত দিনের চাপানউতোর, ক্ষোভ-বিক্ষোভ, অভিযোগ-পালটা অভিযোগ - দূরে সরিয়ে অবশেষে সমাধানের খোঁজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2019 8:35 PM IST