JP Nadda Bengal Tour: আজ একই দিনে রাজ্যে নাড্ডা-ভাগবত, যোগ দেবেন দলীয় কর্মসূচিতে

Last Updated:

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরের পর পরই জোর কদমে এ রাজ্যে চব্বিশের লড়াইয়ে নির্বাচনের ময়দানে নামবে বঙ্গ পদ্ম শিবির বলেই মত রাজনৈতিক মহলের।

আজ একই দিনে রাজ্যে নাড্ডা-ভাগবত, যোগ দেবেন দলীয় কর্মসূচিতে
আজ একই দিনে রাজ্যে নাড্ডা-ভাগবত, যোগ দেবেন দলীয় কর্মসূচিতে
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, শুক্রবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। প্রায় তিন দিনের বঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। আজ রাত ন’টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে জে পি নাড্ডার বিমান। সেখানেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব জে পি নাড্ডাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
বিমানবন্দর থেকে সোজা জেপি নাড্ডা চলে যাবেন নিউটাউনের একটি হোটেলে। সেখানেই রাত্রিবাস করার পর শনিবার সকাল ১০ টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে সড়ক পথে রওনা হবেন বাগনানের উদ্দেশ্যে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দিতে। এদিনই দুপুর একটা বেজে দশ মিনিটে হাওড়ার দেউলটিতে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দর্শনে। যোগ দেবেন বিশেষ জনসংযোগ কর্মসূচি ‘আমার মাটি আমার দেশ’ সহ একাধিক অনুষ্ঠানে।
advertisement
advertisement
মধ্যাহ্নভোজনের পর কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছে সাক্ষাৎ করবেন পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সঙ্গে। পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় যারা ‘আক্রান্ত’ তাদের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে জেপি নাড্ডার। সায়েন্স সিটির অনুষ্ঠান শেষে নাড্ডা ফিরে যাবেন নিউটাউনের হোটেলে, সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির নেতৃত্বের সঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরের পুজো দেওয়া সহ সল্টলেকে দলীয় কার্যালয় পরিদর্শন করে সেখানকার পদাধিকারীদের সঙ্গে বৈঠক, দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গেও এই বঙ্গ সফরে নিউটাউনের হোটেলে আলাদা করে বৈঠকে বসবেন জে পি নাড্ডা বলে বিজেপি সূত্রের খবর। রবিবার দলীয় পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে নাড্ডার। রবিবার রাতেই দিল্লি ফিরে যাবেন জে পি নাড্ডা।
advertisement
২০২৪-কে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। দেশ জুড়েও লোকসভা ভোটের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরের পর পরই জোর কদমে এ রাজ্যে চব্বিশের লড়াইয়ে নির্বাচনের ময়দানে নামবে বঙ্গ পদ্ম শিবির বলেই মত রাজনৈতিক মহলের। দলের সর্বভারতীয় সভাপতি সাংগঠনিক বৈঠকে বঙ্গ পদ্ম নেতাদের কী নির্দেশ দেন, সেদিকেই এখন নজর সবার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
JP Nadda Bengal Tour: আজ একই দিনে রাজ্যে নাড্ডা-ভাগবত, যোগ দেবেন দলীয় কর্মসূচিতে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement