Air India New Logo: খোলনলচে বদলে একেবারে নব-অবতারে এয়ার ইন্ডিয়া! প্রকাশ পেল সংস্থার নতুন লোগো

Last Updated:
New Air India is Unveiled: এয়ার ইন্ডিয়ার নতুন লোগোর নাম দেওয়া হয়েছে ‘দ্য ভিস্তা’। মূলত সোনালি জানলার প্রতীক চিহ্ন থেকেই এর অনুপ্রেরণা এসেছে। এর মধ্যে লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা, আধুনিকতা আর প্রগতিশীলতা। সেই সঙ্গে নয়া লোগোর মধ্যে দিয়ে বিমান সংস্থার সাহসী এবং আত্মবিশ্বাসী মেজাজ ফুটে উঠেছে।
1/9
সম্পূর্ণ নতুন রূপে নতুন ভাবে আত্মপ্রকাশ করল টাটা গ্রুপ অধিকৃত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার নতুন আধুনিক ব্র্যান্ড লোগো এবং নতুন এয়ারক্র্যাফট লিভারি সামনে আনল তারা। যার মধ্যে প্রতিফলিত হবে সাহসী নিউ ইন্ডিয়ার ছাপ।
সম্পূর্ণ নতুন রূপে নতুন ভাবে আত্মপ্রকাশ করল টাটা গ্রুপ অধিকৃত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার নতুন আধুনিক ব্র্যান্ড লোগো এবং নতুন এয়ারক্র্যাফট লিভারি সামনে আনল তারা। যার মধ্যে প্রতিফলিত হবে সাহসী নিউ ইন্ডিয়ার ছাপ।
advertisement
2/9
এয়ার ইন্ডিয়ার নয়া লুকের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে একটি সোনালি জানলার কাঠামোকে। যাকে সম্ভাবনার জানলা-র প্রতীক হিসেবে ধরা হচ্ছে। আর এটাকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন নকশা।
এয়ার ইন্ডিয়ার নয়া লুকের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে একটি সোনালি জানলার কাঠামোকে। যাকে সম্ভাবনার জানলা-র প্রতীক হিসেবে ধরা হচ্ছে। আর এটাকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন নকশা।
advertisement
3/9
এয়ার ইন্ডিয়ার নতুন লোগোর নাম দেওয়া হয়েছে ‘দ্য ভিস্তা’। মূলত সোনালি জানলার প্রতীক চিহ্ন থেকেই এর অনুপ্রেরণা এসেছে। এর মধ্যে লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা, আধুনিকতা আর প্রগতিশীলতা। সেই সঙ্গে নয়া লোগোর মধ্যে দিয়ে বিমান সংস্থার সাহসী এবং আত্মবিশ্বাসী মেজাজ ফুটে উঠেছে।
এয়ার ইন্ডিয়ার নতুন লোগোর নাম দেওয়া হয়েছে ‘দ্য ভিস্তা’। মূলত সোনালি জানলার প্রতীক চিহ্ন থেকেই এর অনুপ্রেরণা এসেছে। এর মধ্যে লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা, আধুনিকতা আর প্রগতিশীলতা। সেই সঙ্গে নয়া লোগোর মধ্যে দিয়ে বিমান সংস্থার সাহসী এবং আত্মবিশ্বাসী মেজাজ ফুটে উঠেছে।
advertisement
4/9
এয়ার ইন্ডিয়ার একেবারে নতুন এয়ারক্র্যাফট লিভারি এবং ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে ঘন লাল ও ঘন বেগুনি রঙ। এর সঙ্গে অবশ্য থাকছে সোনালি ছোঁয়াও। এখানেই শেষ নয়, থাকবে একটি চক্র দ্বারা অনুপ্রাণিত নকশাও।
এয়ার ইন্ডিয়ার একেবারে নতুন এয়ারক্র্যাফট লিভারি এবং ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে ঘন লাল ও ঘন বেগুনি রঙ। এর সঙ্গে অবশ্য থাকছে সোনালি ছোঁয়াও। এখানেই শেষ নয়, থাকবে একটি চক্র দ্বারা অনুপ্রাণিত নকশাও।
advertisement
5/9
এয়ার ইন্ডিয়া সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন বলেন, “আমাদের রূপান্তরের প্রত্যাশী নতুন ব্র্যান্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে। ভারত তথা গোটা বিশ্বের যাত্রীদের বিশ্বমানের পরিষেবা দিতে বদ্ধপরিকর আমরা। নতুন এয়ার ইন্ডিয়া সাহসী, আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত। সেই সঙ্গে ভারতীয় ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গেও এর গভীর যোগ রয়েছে।”
এয়ার ইন্ডিয়া সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন বলেন, “আমাদের রূপান্তরের প্রত্যাশী নতুন ব্র্যান্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে। ভারত তথা গোটা বিশ্বের যাত্রীদের বিশ্বমানের পরিষেবা দিতে বদ্ধপরিকর আমরা। নতুন এয়ার ইন্ডিয়া সাহসী, আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত। সেই সঙ্গে ভারতীয় ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গেও এর গভীর যোগ রয়েছে।”
advertisement
6/9
ব্র্যান্ড ট্রান্সফরমেশন সংস্থা ফিউচার ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে এই নতুন ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে যখন এয়ার ইন্ডিয়ার প্রথম এয়ারবাস এ৩৫০ নতুন লিভারিতে প্রবেশ করবে, তখন থেকেই এই নতুন লোগোর দেখা মিলবে। এই প্রসঙ্গে ক্যাম্পবেল আরও বলেন, “রঙ, আকার-আকৃতি, নিদর্শন একসঙ্গে মিলে কী করতে পারে, সেই বিষয়টার গুরুত্ব তো আছেই। তবে আমরা কী কাজ করছি, তার গুরুত্ব কিন্তু সবথেকে বেশি।”
ব্র্যান্ড ট্রান্সফরমেশন সংস্থা ফিউচার ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে এই নতুন ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে যখন এয়ার ইন্ডিয়ার প্রথম এয়ারবাস এ৩৫০ নতুন লিভারিতে প্রবেশ করবে, তখন থেকেই এই নতুন লোগোর দেখা মিলবে। এই প্রসঙ্গে ক্যাম্পবেল আরও বলেন, “রঙ, আকার-আকৃতি, নিদর্শন একসঙ্গে মিলে কী করতে পারে, সেই বিষয়টার গুরুত্ব তো আছেই। তবে আমরা কী কাজ করছি, তার গুরুত্ব কিন্তু সবথেকে বেশি।”
advertisement
7/9
১. এয়ার ইন্ডিয়া সাফ জানিয়েছে যে, এয়ারবাস এবং বোয়িং-এর থেকে ৪৭০টি নতুন এয়ারক্র্যাফট কেনার ঐতিহাসিক চুক্তি করেছে তারা। এর জন্য খরচ হয়েছে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। ২. চলতি বছরের গোড়ার দিকে যখন এয়ার ইন্ডিয়া ২০টি ওয়াইড বডি এয়ারক্র্যাফট কিনেছিল এবং লিজ নিয়েছিল, তখনই এই রূপান্তরের সূচনা হয়ে গিয়েছিল। পরের বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সংস্থার ৪৩টি বিমানের অন্দরসজ্জায় বদল আনার কথাও রয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
১. এয়ার ইন্ডিয়া সাফ জানিয়েছে যে, এয়ারবাস এবং বোয়িং-এর থেকে ৪৭০টি নতুন এয়ারক্র্যাফট কেনার ঐতিহাসিক চুক্তি করেছে তারা। এর জন্য খরচ হয়েছে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। ২. চলতি বছরের গোড়ার দিকে যখন এয়ার ইন্ডিয়া ২০টি ওয়াইড বডি এয়ারক্র্যাফট কিনেছিল এবং লিজ নিয়েছিল, তখনই এই রূপান্তরের সূচনা হয়ে গিয়েছিল। পরের বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সংস্থার ৪৩টি বিমানের অন্দরসজ্জায় বদল আনার কথাও রয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
advertisement
8/9
৩. ইতিমধ্যেই একটি নতুন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপও চালু করেছে এয়ার ইন্ডিয়া। যাতে যাত্রীদের আরও সুবিধা হয়। ৪. চলতি বছরের মধ্যেই সংস্থার তরফে চালু করা হবে একটি নতুন ওপেন অল আওয়ারস, এভরিডে কাস্টমার কন্ট্যাক্ট সেন্টার। ৯টি ভারতীয় এবং বিদেশি ভাষায় পরিবেষা দেওয়া হবে।
৩. ইতিমধ্যেই একটি নতুন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপও চালু করেছে এয়ার ইন্ডিয়া। যাতে যাত্রীদের আরও সুবিধা হয়। ৪. চলতি বছরের মধ্যেই সংস্থার তরফে চালু করা হবে একটি নতুন ওপেন অল আওয়ারস, এভরিডে কাস্টমার কন্ট্যাক্ট সেন্টার। ৯টি ভারতীয় এবং বিদেশি ভাষায় পরিবেষা দেওয়া হবে।
advertisement
9/9
 ৫. এর পাশাপাশি দিল্লি এবং নিউ ইয়র্ক জেএফকে বিমানবন্দরে নতুন লাউঞ্জ তৈরির পিছনেও টাকা ঢালছে এই বিমান সংস্থা। ৬. এছাড়া নিয়োগও হয়েছে দেদার। ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ করা হয়েছে সংস্থার তরফে। এর মধ্যে রয়েছেন প্রায় ৩২০০ জন কেবিন ক্রু আর প্রায় এক হাজারের কাছাকাছি ককপিট ক্রু। সেই সঙ্গে বিশ্বের বৃহত্তম অ্যাভিয়েশন ট্রেনিং অ্যাকাডেমি ভারতে গড়ার জন্যও টাকা ঢালছে এয়ার ইন্ডিয়া।
৫. এর পাশাপাশি দিল্লি এবং নিউ ইয়র্ক জেএফকে বিমানবন্দরে নতুন লাউঞ্জ তৈরির পিছনেও টাকা ঢালছে এই বিমান সংস্থা। ৬. এছাড়া নিয়োগও হয়েছে দেদার। ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ করা হয়েছে সংস্থার তরফে। এর মধ্যে রয়েছেন প্রায় ৩২০০ জন কেবিন ক্রু আর প্রায় এক হাজারের কাছাকাছি ককপিট ক্রু। সেই সঙ্গে বিশ্বের বৃহত্তম অ্যাভিয়েশন ট্রেনিং অ্যাকাডেমি ভারতে গড়ার জন্যও টাকা ঢালছে এয়ার ইন্ডিয়া।
advertisement
advertisement
advertisement