#কলকাতা: পুজোতে নতুন বাংলা গান বাঙালির ঐতিহ্য। সেই ট্র্যাডিশনকে মাথায় রেখে এবং করোনাকে দূরে সরিয়ে নতুন পুজোর গানের জন্যই এতদিন ব্যস্ত ছিলেন বহু শিল্পী। পুজোর আগে অনেক নতুন গান মুক্তি পেয়েছে, যার মধ্যে কিছু অনলাইনেও মুক্তি পেয়েছে।
আর পাঁচটা পুজোর গানের থেকে একেবারে আলাদা পুজোর গান এবারে শ্রোতাদের জন্য নিয়ে এলেন ৭ শিল্পী। গানের নাম 'জয় মা, জয় দূর্গা'। এই গানে রয়েছে মেলডি, রয়েছে থিম, আর সর্বোপরি রয়েছে একদম পুজোর জন্য পারফেক্ট মিউজিক অ্যারেঞ্জমেন্ট। তিস্তা, প্রত্যুষ, দীপ, বিপাশা, কৌশিক, পায়েল, অভিষেকে'র গলায় এই গান অনবদ্য। গানের কথা সোমদীপ ভট্টাচার্য্যের । সুর করেছেন দীপ চক্রবর্তী।
অনেকটা সময় লকডাউনে গৃহবন্দি হওয়া সত্বেও সময়টাকে কাজে লাগিয়েছেন এই সাত শিল্পী। পরিকল্পনা যেমন ছিল, ঠিক সেই মতনই লকডাউন আস্তে আস্তে আনলকের দিকে অগ্রসর হওয়া মাত্রই পুজোর গানের প্রস্তুতি শুরু করে দেন সকলে।
শহরেরই কাশ ফুলে ভরা খোলা আকাশের নিচে, মন ভালো করে দেওয়া মিউজিক ভিডিওটিও নজর কাড়তে বাধ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anya-puja-2020, durga-puja-2020