Joka-Taratala Metro: জোকা-তারাতলা মেট্রো প্রতিদিন কিন্তু চলবে না, জেনে নিন সময়সূচি

Last Updated:

Joka-Taratala Metro: মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাসে এই মেট্রোর পরিকাঠামো বদলে যাবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: সোমবার থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে চালু হবে যাত্রী পরিষেবা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে এই যাত্রী পরিষেবা। এর ফলে বেহালাবাসীর কতটা সুরাহা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে  আরও বেশ কয়েকটি মেট্রো রেক চলে আসবে। যার ফলে মেট্রো চলাচলে সমস্যা হবে না।
আপাতত একটি এসি মেট্রো রেক দিয়েই যাত্রী পরিষেবা চালানো হচ্ছে জোকা থেকে তারাতলা মেট্রো রুটে। রেক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে জোকা ডিপোতে। জোকা শেড অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। মেট্রো চলাচল করার ক্ষেত্রে কোনও সমস্যা হবেনা বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। তাদের যুক্তি জোকা থেকে তারাতলা আসতে বাস-অটোতে যে সময় লাগে, তার চেয়ে অনেক কম সময়ে মেট্রোয় মানুষ যাতায়াত করতে পারবেন।
advertisement
আগামী সোমবার থেকে আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। এদিন মেট্রো রেলের তরফে জানানো হয়, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়।
advertisement
এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর বেলা ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে মিলবে মেট্রো। অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর চলবে মেট্রো।
advertisement
ফলে আপাতত স্থানীয়রা যে খুব বেশি উপকৃত হবেন না, তা বলাই যায়। অনেকেই যেমন বলছেন, এই মেট্রো চালু হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। কিন্তু এক ঘণ্টা অন্তর মেট্রো চললে বিশেষ লাভ হবে না। তবে মেট্রো কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, আগামী কয়েক মাসের মধ্যে জোকা-তারাতলা মেট্রো রুটের পরিকাঠামো বদলে ফেলা হবে।
advertisement
জোকা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত গেলে যাত্রীদের কাটতে হবে ২০ টাকার টিকিট। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকাই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka-Taratala Metro: জোকা-তারাতলা মেট্রো প্রতিদিন কিন্তু চলবে না, জেনে নিন সময়সূচি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement