কলকাতা: জীবনকৃষ্ণ সাহার ফ্ল্যাট, জমি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ে টাকার হদিশ পেলেন তদন্তকারীরা! নিয়োগ দুর্নীতির টাকাতেই কি বিপুল সম্পত্তি তাঁপ? সিবিআই সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার নথি ঘেঁটে আরও ফ্ল্যাট ও জমির সন্ধান পাওয়া গিয়েছে।
রাজারহাট, বোলপুর, সাঁইথিয়া, সিউড়ি, বর্ধমান, জামবনি বাসস্ট্যান্ডের কাছে ফ্ল্যাট কিনেছিলেন জীবনকৃষ্ণ সাহা । তবে তার মধ্যে জীবনের নামে কিছু, বাকি তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও স্ত্রী-র নামেও আছে বলে দাবি সিবিআইয়ের। রয়েছে একাধিক জায়গায় জমিও৷ আন্দির কাঁপসা এলাকায় ১২ কাঠা জমি , আন্দি রাইস মিলের পশ্চিমদিকে ২৭ কাঠা জমি, বীরভূমের সাঁইথিয়া, তালতোড়, তাতারপুর, বাঁধগোড়া-সহ বিভিন্ন জায়গায় জমি কেনেন জীবন।
জমির মধ্যে কিছু জীবনের নামে, কিছু তাঁর স্ত্রী ও নিকট আত্মীয়র নামে রয়েছে। যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা। এর পরিমান আরও বাড়তে পারে বলে, দাবি সিবিআই-এর।কোথায় পেলেন তিনি এত টাকা, জমি, ফ্ল্যাট, কেনার জন্য? নিয়োগ দুর্নীতির টাকাতেই বিপুল জমি ফ্ল্যাট? তদন্তে অনুমান সিবিআই-এর।
আরও পড়ুন: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর
অন্যদিকে, সিবিআইয়ের নজরে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রী টগরী সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এর মধ্যে বিধায়কের নামে আটটি ও তাঁর স্ত্রী টগরীর নামে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কোনও অ্যাকাউন্টয়ে ৪০ লক্ষ, কোনটায় আট লক্ষ, পাঁচ লক্ষ, ছ’লক্ষ, এরকম টাকা রয়েছে। স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪ লক্ষ, ২৭ লক্ষ করে টাকা রয়েছে বলে দাবি সিবিআইয়ের।
এই অ্যাকাউন্টগুলিতে কত টাকা কার সঙ্গে লেনদেন, বা আর কোনও বেনামে অ্যাকাউন্ট আছে কিনা জীবনকৃষ্ণর, সেই সংক্রান্ত যাবতীয় নথি ব্যাঙ্কের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূমেও জীবনকৃষ্ণের অ্যাকাউন্ট রয়েছে।
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jibankrishna Saha