Mukul Roy: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বীজপুর: মুকুল রায় অন্তর্ধান রহস্যে এবার মুখ খুলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়৷ নাম না করেই বিজেপি-র দিকে ইঙ্গিত করে শুভ্রাংশু দাবি করেছেন, তাঁর বাবার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ মানসিক ভাবে অসুস্থ কাউকে ভুল বুঝিয়ে কোনও দলে যোগদান করানোর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভ্রাংশু৷
বাবাকে তিনি দিল্লি থেকে ফিরিয়ে আনতে চান বলেও জানিয়েছেন শুভ্রাংশু৷ তাঁর অভিযোগ, মুকুল যে দিল্লিতে যাচ্ছিলেন, তা জানতেন না তিনি৷ মুকুল রায়ের সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন শুভ্রাংশু৷
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যে থেকেই মুকুল রায়ের আচমকা দিল্লি যাত্রা নিয়ে জোর জল্পনা ছড়িয়ে পড়ে৷ গতকাল বিকেলে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে বিমান ধরে দিল্লি রওনা দেন মুকুল৷ মুকুল রায় বিমানে উঠে যাওয়ার পর কলকাতা বিমানবন্দরে পৌঁছন পুত্র শুভ্রাংশু৷ মুকুলকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি৷ যদিও ততক্ষণে মুকুলের বিমান উড়ে যাওয়ায় তাঁকে নামানো সম্ভব হয়নি৷ রাত পৌনে দশটা নাগাদ দিল্লি পৌঁছন মুকুল৷ সেখানে পৌঁছেও অবশ্য বিমাবন্দরে অসংলগ্ন কথা বলতে শোনা যায় প্রবীণ এই নেতাকে৷ মুকুল দাবি করেন, তিনি দিল্লির বিধায়ক এবং সাংসদ৷ তাই রাজধানীতে গিয়েছেন তিনি৷
advertisement
advertisement
রাতেই বিমানবন্দর এবং বীজপুর থানায় মুকুলের নামে নিখোঁজ ডায়েরি করেন শুভ্রাংশু রায়৷ মুকুলের সঙ্গে থাকা তাঁর গাড়ির চালক এবং সর্বক্ষণের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেন শুভ্রাংশ৷
এর পর এ দিন সকালেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভ্রাংশু৷ তিনি বলেন, 'মুকুল রায়ের মতো মানুষ দিল্লিতে গিয়ে বলছে আমি তো দিল্লির বিধায়ক- এমপি৷ মুকুল রায় এই মুহূর্তে জিজ্ঞেস করলে তারিখ কত, নাতি নাতনির ভাল নাম কী বলতে পারবেন না৷ রাজনৈতিক পরিস্থিতি জিজ্ঞেস করলে বলবেন আমেরিকা ভারতের গন্ডগোল চলছে৷ ওনার স্পাইনাল ব্রেন সার্জারি হয়েছে৷ পার্কিংসন, ডিমনেশিয়া, সিরোসিস অফ লিভার, হাই সুগার- প্রেসার রয়েছে৷ এই অপারেশন হওয়ার আগে তাঁকে হাগিস পরিয়ে রাখতে হত৷ একজন সুস্থ মানুষ স্বইচ্ছায় যেখানে খুশি যেতে পারেন৷ কিন্তু একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করলে সেটা নিন্দনীয়৷'
advertisement
শুভ্রাংশু বার বারই দাবি করেছেন, মুকুল যে দিল্লি যাচ্ছেন, তা শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না৷ গতকাল সন্ধে ৬.১০ মিনিেটও বাবার সঙ্গে কথা হয় তাঁর৷ এর পরেই দিল্লি যান মুকুল৷ শুভ্রাংশুর দাবি, মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না৷ সেখানে তিনি কী করে দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন৷ শুভ্রাংশুর চাঞ্চল্যকর অভিযোগ, 'একজন অবাঙালি ছেলেকে এজেন্সি থেকে ফোন করে মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসতে বলা হয়েছিল৷ তাঁর হাতে টাকা ছিল না, দিল্লি যাওয়ার টিকিট কাটলেন কীভাবে?'
advertisement
শুভ্রাংশু বলেন, 'কারও মানসিক অবস্থা ঠিক না থাকলে তাঁর পরিবারের অনুমতি নিতে হয়৷ এর মধ্যে বড় টাকার খেলা আছে৷ পিছনে নিশ্চয়ই কোনও রাজনৈতিক দল আছে৷'
মুকুল পুত্র জানিয়েছেন, গতকালই মুখ্যমন্ত্রী ফোন করে মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ শুভ্রাংশুর কথায়, 'আমাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছেন, কেউ দাঁড়ায়নি৷ মা মারা গেল, বাবার এত বড় অপারেশন হল, বিজেপি-র একজন নেতা খোঁজ নিয়েছে?'
advertisement
মুকুল পুত্র দাবি করেন, তিনি চান মুকুল রায় এখন রাজনীতি থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান৷ বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও অভিযোগ করেছেন শুভ্রাংশু৷ সম্ভব হলে তিনি এবং পরিবারের সদস্যরা দিল্লি গিয়ে মুকুলকে ফিরিয়েও আনতে চান৷ কিন্তু মুকুল দিল্লির কোথায় আছেন সেটাই তিনি জানেন না বলে দাবি শুভ্রাংশুর৷ তিনি বলেন, 'আমি চাই বাবা রাজনীিত থেকে অবসর নিয়ে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাক৷ পরিবারের সঙ্গে শেষ জীবন কাটাক৷ ছেলে হিসেবে দায়িত্ব বাবাকে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা৷ বাবার ফোন সুইচড অফ৷ সঙ্গে যে দু জন ছিলেন তাঁদের ফোনও সুইচড অফ৷ এটা কখনও হতে পারে? কেউ ফোন নিয়ে নিয়েছে কি না, বুঝতে পারছি না৷ বাবা দিনে ১৮টা ওষুধ খান৷ ওষুধ ঠিক মতো খাচ্ছেন কি না, ইনস্যুলিন নিচ্ছেন কি না, জানি না৷' শুভ্রাংশুর দাবি, বর্তমানে তো নয়ই৷ কখনওই বাবার সঙ্গে কোনও বিষয়ে তাঁর মনোমালিন্য হয়নি৷
advertisement
গতকাল নিয়োগ দুর্নীতি নিয়ে শুভ্রাংশুর নাম জড়িয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পরেই মুকুলের দিল্লি যাত্রায় জল্পনা ছড়ায়৷ সেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুভ্রাংশুর জবাব, 'অন্যায় করলে তো সেটিংয়ের প্রশ্ন৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 11:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukul Roy: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ