Mukul Roy: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ

Last Updated:
মুকুলকে নিয়ে উদ্বেগে শুভ্রাংশু৷
মুকুলকে নিয়ে উদ্বেগে শুভ্রাংশু৷
বীজপুর: মুকুল রায় অন্তর্ধান রহস্যে এবার মুখ খুলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়৷ নাম না করেই বিজেপি-র দিকে ইঙ্গিত করে শুভ্রাংশু দাবি করেছেন, তাঁর বাবার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ মানসিক ভাবে অসুস্থ কাউকে ভুল বুঝিয়ে কোনও দলে যোগদান করানোর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভ্রাংশু৷
বাবাকে তিনি দিল্লি থেকে ফিরিয়ে আনতে চান বলেও জানিয়েছেন শুভ্রাংশু৷ তাঁর অভিযোগ, মুকুল যে দিল্লিতে যাচ্ছিলেন, তা জানতেন না তিনি৷ মুকুল রায়ের সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন শুভ্রাংশু৷
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যে থেকেই মুকুল রায়ের আচমকা দিল্লি যাত্রা নিয়ে জোর জল্পনা ছড়িয়ে পড়ে৷ গতকাল বিকেলে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে বিমান ধরে দিল্লি রওনা দেন মুকুল৷ মুকুল রায় বিমানে উঠে যাওয়ার পর কলকাতা বিমানবন্দরে পৌঁছন পুত্র শুভ্রাংশু৷ মুকুলকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি৷ যদিও ততক্ষণে মুকুলের বিমান উড়ে যাওয়ায় তাঁকে নামানো সম্ভব হয়নি৷ রাত পৌনে দশটা নাগাদ দিল্লি পৌঁছন মুকুল৷ সেখানে পৌঁছেও অবশ্য বিমাবন্দরে অসংলগ্ন কথা বলতে শোনা যায় প্রবীণ এই নেতাকে৷ মুকুল দাবি করেন, তিনি দিল্লির বিধায়ক এবং সাংসদ৷ তাই রাজধানীতে গিয়েছেন তিনি৷
advertisement
advertisement
রাতেই বিমানবন্দর এবং বীজপুর থানায় মুকুলের নামে নিখোঁজ ডায়েরি করেন শুভ্রাংশু রায়৷ মুকুলের সঙ্গে থাকা তাঁর গাড়ির চালক এবং সর্বক্ষণের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেন শুভ্রাংশ৷
এর পর এ দিন সকালেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভ্রাংশু৷ তিনি বলেন, 'মুকুল রায়ের মতো মানুষ দিল্লিতে গিয়ে বলছে আমি তো দিল্লির বিধায়ক- এমপি৷ মুকুল রায় এই মুহূর্তে জিজ্ঞেস করলে তারিখ কত, নাতি নাতনির ভাল নাম কী বলতে পারবেন না৷ রাজনৈতিক পরিস্থিতি জিজ্ঞেস করলে বলবেন আমেরিকা ভারতের গন্ডগোল চলছে৷ ওনার স্পাইনাল ব্রেন সার্জারি হয়েছে৷ পার্কিংসন, ডিমনেশিয়া, সিরোসিস অফ লিভার, হাই সুগার- প্রেসার রয়েছে৷ এই অপারেশন হওয়ার আগে তাঁকে হাগিস পরিয়ে রাখতে হত৷ একজন সুস্থ মানুষ স্বইচ্ছায় যেখানে খুশি যেতে পারেন৷ কিন্তু একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করলে সেটা নিন্দনীয়৷'
advertisement
শুভ্রাংশু বার বারই দাবি করেছেন, মুকুল যে দিল্লি যাচ্ছেন, তা শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না৷ গতকাল সন্ধে ৬.১০ মিনিেটও বাবার সঙ্গে কথা হয় তাঁর৷ এর পরেই দিল্লি যান মুকুল৷ শুভ্রাংশুর দাবি, মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না৷ সেখানে তিনি কী করে দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন৷ শুভ্রাংশুর চাঞ্চল্যকর অভিযোগ, 'একজন অবাঙালি ছেলেকে এজেন্সি থেকে ফোন করে মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসতে বলা হয়েছিল৷ তাঁর হাতে টাকা ছিল না, দিল্লি যাওয়ার টিকিট কাটলেন কীভাবে?'
advertisement
শুভ্রাংশু বলেন, 'কারও মানসিক অবস্থা ঠিক না থাকলে তাঁর পরিবারের অনুমতি নিতে হয়৷ এর মধ্যে বড় টাকার খেলা আছে৷ পিছনে নিশ্চয়ই কোনও রাজনৈতিক দল আছে৷'
মুকুল পুত্র জানিয়েছেন, গতকালই মুখ্যমন্ত্রী ফোন করে মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ শুভ্রাংশুর কথায়, 'আমাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছেন, কেউ দাঁড়ায়নি৷ মা মারা গেল, বাবার এত বড় অপারেশন হল, বিজেপি-র একজন নেতা খোঁজ নিয়েছে?'
advertisement
আরও পড়ুন: ২৪-এ বাংলা থেকে ৩৫ আসন পেলে ২৫-এই পালাবদল? তৃণমূলকে বিরাট হুঁশিয়ারি অমিত শাহের
মুকুল পুত্র দাবি করেন, তিনি চান মুকুল রায় এখন রাজনীতি থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান৷ বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও অভিযোগ করেছেন শুভ্রাংশু৷ সম্ভব হলে তিনি এবং পরিবারের সদস্যরা দিল্লি গিয়ে মুকুলকে ফিরিয়েও আনতে চান৷ কিন্তু মুকুল দিল্লির কোথায় আছেন সেটাই তিনি জানেন না বলে দাবি শুভ্রাংশুর৷ তিনি বলেন, 'আমি চাই বাবা রাজনীিত থেকে অবসর নিয়ে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাক৷ পরিবারের সঙ্গে শেষ জীবন কাটাক৷ ছেলে হিসেবে দায়িত্ব বাবাকে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা৷ বাবার ফোন সুইচড অফ৷ সঙ্গে যে দু জন ছিলেন তাঁদের ফোনও সুইচড অফ৷ এটা কখনও হতে পারে? কেউ ফোন নিয়ে নিয়েছে কি না, বুঝতে পারছি না৷ বাবা দিনে ১৮টা ওষুধ খান৷ ওষুধ ঠিক মতো খাচ্ছেন কি না, ইনস্যুলিন নিচ্ছেন কি না, জানি না৷' শুভ্রাংশুর দাবি, বর্তমানে তো নয়ই৷ কখনওই বাবার সঙ্গে কোনও বিষয়ে তাঁর মনোমালিন্য হয়নি৷
advertisement
গতকাল নিয়োগ দুর্নীতি নিয়ে শুভ্রাংশুর নাম জড়িয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পরেই মুকুলের দিল্লি যাত্রায় জল্পনা ছড়ায়৷ সেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুভ্রাংশুর জবাব, 'অন্যায় করলে তো সেটিংয়ের প্রশ্ন৷'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukul Roy: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement