Jaynagar Incident: ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ, কুলতলির কন্যাহারা পরিবার এবার নবান্নে

Last Updated:

Jaynagar Incident: ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে। তা নিয়ে গত কয়েকদিন যাবৎ রাজ্য রাজনীতি সরগরম। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সেই পরিবারই এসে পৌঁছল নবান্নে।

কুলতলীর নির্যাতিতার পরিবার নবান্নে
কুলতলীর নির্যাতিতার পরিবার নবান্নে
জয়নগর: কুলতলীর নির্যাতিতার পরিবার এবার নবান্নে। ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে। তা নিয়ে গত কয়েকদিন যাবৎ রাজ্য রাজনীতি সরগরম। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সেই পরিবারই এসে পৌঁছল নবান্নে। কুলতলির বিধায়কের সঙ্গেই তাঁরা নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।
প্রসঙ্গত, ৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় স্থানীয় এক যুবককে। শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা জয়নগর-কুলতলী এলাকা। পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। সবমিলিয়ে চরম উত্তেজনা ছড়ায়।
advertisement
advertisement
আরজিকর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে তুমুল প্রতিবাদ আন্দোলের মধ্যেই পুজোর মুখে নতুন করে ঝড় তুলেছে এই জয়নগর কাণ্ড। ঘটনার পরে, বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা নিশ্চিত করা হবে। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দিক।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jaynagar Incident: ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ, কুলতলির কন্যাহারা পরিবার এবার নবান্নে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement