Jagdeep Dhankhar praises Mamata Banerjee at BGBS 2022: উন্নয়ন- রাজনীতি আলাদা থাক, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেও বার্তা রাজ্যপালের

Last Updated:

এ দিন আগাগোড়াই দেশ বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্য এবং রাজ্য সরকারকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন রাজ্যপাল৷

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই উন্নয়নের শিখরে পৌঁছবে পশ্চিমবঙ্গ৷ উন্নয়নের নিরিখে দেশের পশ্চিম অংশের সঙ্গে পূর্ব ভারতের যে ফারাক রয়েছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণত নেতৃত্বেই দূর হবে বলেও দাবি করেন রাজ্যপাল৷ একই সঙ্গে রাজ্য সরকার যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে, সেই পরামর্শও দিয়েছেন রাজ্যপাল৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এ ভাবেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল৷
রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকােরর সংঘাত নতুন কিছু নয়৷ এ দিন ভাষণের শুরুতেই রাজ্যপাল অবশ্য দাবি করেন, 'আমি যখন কোনও বিষয়ে সরব হই তা রাজ্যের ভালোর কথা ভেবেই৷' অন্যের মতকেও যে গুরুত্ব দেওয়া উচিত, সেকথা উল্লেখ করে পরোক্ষে তিনি মুখ্যমন্ত্রীকেই বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷ একই সঙ্গে উন্নয়নের স্বার্থে রাজনীতির ঊর্ধ্ব উঠে সবাইকে সঙ্গে নিয়ে চলারও পরামর্শ শোনা গিয়েছে রাজ্যপালের গলায়৷
advertisement
advertisement
এটুকু বাদ দিলে এ দিন আগাগোড়াই দেশ বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্য এবং রাজ্য সরকারকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন রাজ্যপাল৷ করোনা অতিমারি পরবর্তী সময়ে সাফল্যের সঙ্গে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মতো আয়োজন করায় মুখ্যনমন্ত্রীর প্রশংসাও করতে শোনা যায় তাঁকে৷ জগদীপ ধনখড় বলেন, 'এই কঠিন সময়ে এত বড় মাপের অনুষ্ঠান কলকাতায় এই প্রথম হচ্ছে৷ তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে৷'
advertisement
বিনিয়োগকারীদের সামনে মূলত রাজ্যের পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন রাজ্যপাল৷ পাশাপাশি, এ রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষির মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করলেও তা লাভজনক হবে বলেই মন্তব্য করেন রাজ্যপাল৷ রাজ্যপালের আশা, দেশ বিদেশ থেকে আসা শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ফলে নিশ্চিত ভাবেই অদূর ভবিষ্যতে রাজ্যের জন্য ভাল কিছু হবে৷
advertisement
তবে এ দিনও বক্তব্য রাখতে গিয়ে বার বারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ করেছেন রাজ্যপাল৷ প্রধানমন্ত্রী যে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন, সেকথাও মনে করিয়ে দেন তিনি৷ একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁকে অভিজ্ঞ এবং পরিণত বলে মন্তব্য করেন রাজ্যপাল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar praises Mamata Banerjee at BGBS 2022: উন্নয়ন- রাজনীতি আলাদা থাক, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেও বার্তা রাজ্যপালের
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement