Dilip Ghosh at Silicon Valley: বিশাল হোর্ডিংয়ে মমতার মুখ, ছবি তুলছেন দিলীপ ঘোষ, সাতসকালে নিউটাউনে হচ্ছেটা কী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্য সরকার অবশ্য শিল্প সম্মেলন এবং সিলিকন ভ্যালির সাফল্য নিয়ে বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ৷
#কলকাতা: নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের আন্তর্জাতিক শিল্প সম্মেলন৷ তার আগে এ দিনই সকালে নিউটাউনের প্রস্তাবিত সিলিকন ভ্যালির জন্য চিহ্নিত জমি ঘুরে দেখলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ সিলিকন ভ্যালির ফাঁকা জমির ছবিও তুললেন বিজেপি নেতা৷ ছবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিশালাকার হোর্ডিংয়েরও৷
দিলীপ বাবুর কটাক্ষ, জাঁকজমক করে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন হচ্ছে৷ অথচ রাজ্য সরকার যে সিলিকন ভ্যালি নিয়ে এত প্রচার করেছে, সেখানে এখনও কোনও কাজই শুরু হয়নি৷ দিলীপ ঘোষের কথায়, 'আজ বেঙ্গল সাবমিট শুরু হচ্ছে৷ তাই আমার মনে হল সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা উচিত৷ দু'- তিন বছর আগে এখানে চারিদিকে হোডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল৷ এখনও দু'-একটি মুখ্যমন্ত্রীর হোর্ডিং আছে, আর সবগুলি উধাও হয়ে গিয়েছে। হোগলার জঙ্গলে গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে, এক কোদাল মাটি ও কাটা হয়নি৷'
advertisement
advertisement
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দিলীপবাবুর আরও কটাক্ষ, 'পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে বছরের পর বছর৷ টাকার শ্রাদ্ধ করে শিল্প সম্মেলন করে লাভ কী হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষকে তা জানানো উচিত৷ এই নাটক বন্ধ হওয়া দরকার৷ এই সরকারের মুখ্যমন্ত্রীর বিশ্বাস যোগ্যতা নেই আর তার রাজ্যে কেউ শিল্প করবে?'
advertisement
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বরাবরই সমালোচনা করে এসেছে রাজ্য বিজেপি৷ এবারের সম্মেলনে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, বাংলার বিজেপি-র সাংসদদের তরফেই শিল্প সম্মেলনে না আসার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়৷ শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি শিল্প সম্মেলনে আসছেন না বলেই খবর৷
advertisement
রাজ্য সরকার অবশ্য শিল্প সম্মেলন এবং সিলিকন ভ্যালির সাফল্য নিয়ে বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ৷ কয়েকদিন আগেও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, সিলিকন ভ্যালি প্রকল্পেও তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে বিপুল সাড়া পেয়েছে রাজ্য৷ প্রাথমিক ভাবে যে পরিমাণ জমি নিয়ে সিলিকন ভ্যালি তৈরির পরিকল্পনা করা হয়েছিল, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় তা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে৷
advertisement
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2022 10:15 AM IST