Jadavpur University: ঘটনার ঘণ্টা খানেকের মধ্যেই গা-ঢাকা দেওয়ার পরিকল্পনা! তড়িঘড়ি হস্টেল ছেড়েছিল ৩ প্রাক্তনী, র্যাগিংয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
সূত্রের খবর, এরপরে গুরুতর জখম অবস্থায় ওই ছাত্র যখন নীচে পড়ে, তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়েই বসে জিবি-র মিটিং৷ সেখানে এই তিন প্রাক্তনীও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে৷
কলকাতা: পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে৷ এবার পালাতে হবে৷ এটা বুঝেই ঘটনার পর পরই ধৃত তিন প্রাক্তনী হস্টেল ছেড়েছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা৷ গত বুধবার রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তার৷ ঘটনার পিছনে সিনিয়রদের নির্মম র্যাগিং-কেই দায়ী করেছেন ওই ছাত্রের বাবা-মা৷ ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৯ জনকে৷ যাঁদের মধ্যে ৪ জন প্রাক্তনী এবং ৫ জন বর্তমান ছাত্র৷ বুধবার পুলিশ গ্রেফতার করেছে অসিত সর্দার, সুমন নস্কর এবং সপ্তক কামিল্যা নামের তিন প্রাক্তনীকে৷ সূত্রের খবর, গত বুধবারের ওই ঘটনার পর পরই তড়িঘড়ি হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এই তিন জন৷
সূত্রের খবর, তদন্তে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে বুধবার ওই নবাগত ছাত্রকে চা খাইয়ে সিনিয়রদের রুমে নিয়ে গিয়েছিলেন আরেক ধৃত ছাত্র সৌরভ চৌধুরী৷ তদন্তকারীরা আন্দাজ করছেন, সেই সময় সেই ঘরে বুধবারের ধৃত ছাত্রদের প্রত্যেকেই উপস্থিত ছিলেন৷ ছিল আরও বেশ কয়েকজন সিনিয়র৷ ওই ঘরে মৃত্যুর আগে প্রায় তিন ঘণ্টা ছিল ওই ছাত্র৷ অভিযোগ, ওই নবাগত ছাত্রটির যখন দ্বিতীয় বার ‘ইন্ট্রো’ নেওয়া হচ্ছে, ওই তিন প্রাক্তনী বাকিদের র্যাগিং-এ উৎসাহিত করেছেন বলে দাবি পুলিশের৷ নিজেরাও মানসিক চাপ সৃষ্টি করেছেন ওই ছাত্রের উপর৷
advertisement
আরও পড়ুন: ‘রুমেই ছিলাম..’ ঘটনার পরে ‘আমরা সব ওখান থেকে পালালাম’, মা-কে বলেছিল ধৃত প্রাক্তনী অসিত
তদন্তকারীরা মনে করছেন, ওই তিন ঘণ্টায় ওই ছাত্রের উপরে এমন কিছু মানসিক চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে, যার জেরে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে এবং তিন তলার বারান্দা থেকে কোনও ভাবে পড়ে যায়৷ ধৃতদের একজন দাবি করেছেন, তিনি ওই ছাত্রকে আটকাতেও গিয়েছিলেন, কিন্তু পারেননি৷ তবে গোটা বিষয়টিই এখন তদন্ত সাপেক্ষ৷
advertisement
advertisement
সূত্রের খবর, এরপরে গুরুতর জখম অবস্থায় ওই ছাত্র যখন নীচে পড়ে, তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়েই বসে জিবি-র মিটিং৷ সেখানে এই তিন প্রাক্তনীও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে৷ এরপর ছাত্রদের একাংশের তরফে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়, গেট যেন বন্ধ থাকে, বাইরে থেকে কেউ যাতে ভিতরে না ঢোকে৷ এরপর একটি হলুদ ট্যাক্সি ও একটি অটোয় খবর দেওয়া হয়৷ হলুদ ট্যাক্সি আগে এলে তার পিছনের সিটে গুরুতর আহত ওই ছাত্রকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেয় অভিযুক্তদের একাংশ৷
advertisement
আরও পড়ুন: চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?
পুলিশ সূত্রের খবর, গুরুতর জখম অবস্থায় প্রথম বর্ষের ছাত্রটিকে হাসপাতালে নিয়ে বেরিয়ে গেলেই ওই তিন প্রাক্তনী গা ঢাকা দেওয়ার পরিকল্পনা শুরু করেন৷ নিজেদের মধ্যে শুরু হয় আলোচনা। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ঘটনার পরে ঘণ্টাখানেকের মধ্যে হস্টেল থেকে বেরিয়ে পড়েছিলেন ওই তিন প্রাক্তনী৷ তবে তার আগে অন্যান্য আবাসিক ও তাদের সঙ্গীদের একজোট হয়ে থাকতে বলার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন,বাইরে যাতে কোনও ভাবেই কথা না বেরোয় তার জন্য সকলকে বলেছিলেন এঁরা৷
advertisement
‘আলু’ ওরফে অরিত্র মজুমদার ও সৈকত শিট৷ হঠাৎ করে পড়ুয়ার মৃত্যুকাণ্ডে উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালেক্টিভের অন্যতম নেতৃত্ব ও হস্টেলের প্রভাবশালী দুই ছাত্রনেতার নাম৷ আর তার সঙ্গেই প্রকাশ্যে আসছে অদ্ভুত তথ্য, এরাই নাকি ঘটনার পর মিটিং বসিয়েছিল মেন হস্টেলে, বন্ধ করে দিয়েছিল হস্টেলের দরজা৷ সেখানে পুলিশকে ঢুকতে পর্যন্ত দেয়নি৷ আপাতত এই দুই নেতাই পলাতক বলে শোনা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 16, 2023 3:42 PM IST