Jadavpur University| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Jadavpur University| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ করে সেখানকারই এক ছাত্রী।
#কলকাতা: যাদবপুর বিশ্ব বিদ্যালয় নানা কারণে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকে। যাদবপুর বিদ্যালয় মানেই মনের মধ্যে জেগে ওঠে এক বিপ্লব ঘেরা শিক্ষার গল্প। এই বিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য প্রতি বছর রীতিমতো কঠিন লড়াই করতে হয় ছাত্র-ছাত্রীদের। তবে এবার এই বিশ্ব বিদ্যালয়ের থেকেই উঠে এলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ করে সেখানকারই এক ছাত্রী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সহবাস করছেন বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয় তাকে। তবে সে কথা রাখেননি শিক্ষক। এর পরেই অভিযোগ করেন ওই ছাত্রী। সব কথা জানিয়ে অভিযোগকারিণী বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। শুধু তাই নয় ওই ছাত্রী যাদবপুর থানাতেও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেছেন। যাদব বিশ্ব বিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জিব ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন, " "আমরা অভিযোগ পেয়েছি তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে ।"
advertisement
পুলিশের কাছে ওই ছাত্রী জানায়, "আমি আমার অভিযোগে সব জানিয়েছি। বিশ্ব বিদ্যালয় এবং পুলিশকে সব জানিয়েছি। তদন্ত হোক এই বিষয়ে।" তবে যে অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। বিশ্ব বিদ্যালয় গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। প্রয়োজনে উচিত শাস্তি হবে বলেই দাবি।
advertisement
ধর্ষণ বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনা ভারতের মাটিতে নতুন নয়। মাঝে মধ্যেই ইউপি থেকে বিহার কিম্বা মধ্যপ্রদেশে খুঁজে পাওয়া যায় অত্যাচারিত নির্ভয়াদের। তাঁদের সকলের ভাগ্যে সঠিক বিচারও জোটে না। কিন্তু এমন অনেক ঘটনা আছে যা চাপা পড়ে থাকে। জানাই যায় না। পরিবারের লোকেরাও নিজের মেয়ের কথা সামনে আনতে চান না। নানান সামাজিক চাপের কথা ভেবে। তবে এখন সমাজ বদলাচ্ছে। মেয়েরা তাঁদের অধিকার বুঝে নিতে শিখেছে। প্রতিবাদও করছে। শিক্ষকের সঙ্গে ছাত্রীর এই ধরণের ঘটনাও নতুন নয়। প্রায় সামনে আসে এমন ঘটনা। যা পড়ে সত্যিই শিউরে উঠতে হয়। তবে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ রীতিমতো চাঞ্চল্যকর !
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2021 11:26 PM IST