Bowbazar Metro Tragedy|| দুর্গা পিতুরি লেনের এই মুহূর্তে কী পরিস্থিতি? পরীক্ষা-নিরীক্ষা শুরু যাদবপুরের বিশেষজ্ঞ দলের

Last Updated:

Jadavpur University expert committee's opinion: হিমাদ্রি গুহর নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ জনের একটি বিশেষজ্ঞ দল এ দিন সমীক্ষার কাজ শুরু করেন। ওই এলাকার ১৫, ১৬ এবং ১৯ এই তিনটি বাড়িকে কেন্দ্র করে সমীক্ষা করা হবে।

#কলকাতা: দুর্গা পিতুরি লেনের পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে সমীক্ষার কাজ শুরু হল মঙ্গলবার থেকে। হিমাদ্রি গুহর নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ জনের একটি বিশেষজ্ঞ দল এ দিন সমীক্ষার কাজ শুরু করেন। ওই এলাকার ১৫, ১৬ এবং ১৯ এই তিনটি বাড়িকে কেন্দ্র করে সমীক্ষা করা হবে। এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার কাছে প্রাথমিক রিপোর্ট তুলে দেওয়া হবে। এরপরে চলবে বাকি সমীক্ষার কাজ।
বিশেষজ্ঞ দলের সদস্য হিমাদ্রি গুহ বলেন, "আজ থেকে সার্ভের কাজ শুরু হয়েছে। ১৫, ১৬ ও ১৯ নম্বরের তিনটি বাড়ি সার্ভে করেছি। এখান থেকে একটি বৈজ্ঞানিক ধ্যনধারনা তৈরি হয়েছে। সোজা করে বলতে গেলে, মাটির নিচ থেকে জল উঠেছে। আর জল ওঠার ফলে মাটি বসে গিয়েছে। তার জেরেই বাড়ি হেলে গিয়েছে। তবে সেটা পুরোটা নয়। কেক যেমন কাটা হয় খানিকটা সেই রকমই বাড়িগুলিতে ফাটল ধরেছে। হাফ থেকে এক ইঞ্চি হেলে গিয়েছে বাড়িগুলি, ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরসভাকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে। তবে তাড়াতাড়ি সবকিছু বোঝা যাবে না। জটিল কাজ। পাঁচজনের টিম কাজ করছে। কাল আবার অন্য দল আসবে।"
advertisement
আরও পড়ুন: 'সাজানো বাগান শুকিয়ে গেল', ১৬/১ দুর্গা পিতুরির বাসিন্দা আশিষের আফশোস
সোমবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম এসে পরীক্ষা নিরীক্ষা করে যান। বিশেষজ্ঞ দল চলে যাওয়ার পর ১৯ নম্বর বাড়িটিতে সাপোর্টিংয়ের কাজ শুরু করে কলকাতা পুরসভার কর্মীরা। এ দিনও দুর্গা পিতুরি লেনে আসেন এলাকার বাসিন্দারা। নিজেদের অবশিষ্ট জিনিস উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সব উদ্ধার করা সম্ভব না হলেও যতটুকু পারা যায় নিয়ে যান অনেকেই। ইতিমধ্যেই ১৬/১ নম্বর বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। ১৬ নম্বর বাড়িটি ভাঙার কথা থাকলেও বাড়ি মালিকের অনুমতি না পাওয়ায় সেটা ভাঙার কাজে হাত দেওয়া যায়নি। ১৫ নম্বর ও ১৯ নম্বর বাড়িটি স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে পুরো এলাকার কী পরিস্থিতি রয়েছে তা জানতে আরও কিছুদিন সময় লাগবে।
advertisement
advertisement
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bowbazar Metro Tragedy|| দুর্গা পিতুরি লেনের এই মুহূর্তে কী পরিস্থিতি? পরীক্ষা-নিরীক্ষা শুরু যাদবপুরের বিশেষজ্ঞ দলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement