ISL 2016: ছুটি কাটিয়ে প্লে অফের প্রস্তুতিতে এটিকে, ডিফেন্স নিয়ে চিন্তায় মলিনা

Last Updated:

মুম্বইয়ের ত্রিফলাকে কিভাবে আটকান মলিনা, তার ওপরেই যেন অনেকাংশে নির্ভর করছে আইএসএল থ্রি-র প্রথম প্লে অফ ম্যাচের ভাগ্য।

#কলকাতা: সনি, সুনীল, ফোরলান। মুম্বইয়ের ত্রিফলাকে কিভাবে আটকান মলিনা, তার ওপরেই যেন অনেকাংশে নির্ভর করছে আইএসএল থ্রি-র প্রথম প্লে অফ ম্যাচের ভাগ্য। ডিফেন্স এবার বরাবর মাথাব্যথার কারণ এটিকে-র।
ব্যাঙ্ককে ছুটি কাটিয়ে প্লে অফের প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতার অ্যাটলেটিকো। পুণে ম্যাচের পর দিন তিনেকের ছুটি। লম্বা সুপার লিগের মাঝে খানিকটা অক্সিজেন নিয়ে নেওয়া। মঙ্গলবার থেকেই বিধাননগর পুরসভার মাঠে নেমে পড়লেন পস্তিগা, বোরহা ফার্নান্দেজরা। ধারে ভারে প্রতিপক্ষ মুম্বই বেশ এগিয়ে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় এটিকে টিম ম্যানেজমেন্ট।
ডিফেন্সে ফ্রনসেস্কো সেরেনোর ফিরে আসা স্বস্তি দিয়েছে কোচ মলিনাকে। চোট সারিয়ে সমীঘ দ্যুতিও এখন পুরোপুরি ম্যাচফিট। গোলের মধ্যে রযেছে বেলেনকোসো। পস্তিগা বনাম ফোরলানের ডুয়েলই ক্যাচলাইন হতে পারে তিনের আইএসএলের প্রথম প্লে -অফে। তবে রাউন্ড রবিন লিগে চোদ্দটা গোল খাওয়া চিন্তায় রাখবে কোচ মোলিনাকে। মুম্বইয়ের আপফ্রন্টে ফোরলান, সোনি, সুনীলদের কোন মাস্টারস্ট্রোকে আটকান স্প্যানিশ কোচ, দেখার এখন সেটাই। অর্ণব, সেরেনোদের ডিফেন্স এবার প্রথম থেকেই নড়বড়ে। মলিনার আসল পরীক্ষা এবার  আইএসএল থ্রি-র প্লে অফে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: ছুটি কাটিয়ে প্লে অফের প্রস্তুতিতে এটিকে, ডিফেন্স নিয়ে চিন্তায় মলিনা
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement