TMC | International Women's Day: 'দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন', নারী দিবসে বাড়ি বাড়ি শুভেচ্ছো বার্তা তৃণমূলের

Last Updated:

এর আগে একাধিকবার আজকের দিনে পথে নামতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ তবে আজকে জেলায় জেলায় বাড়ি বাড়ি যাওয়াতেই জোর দিয়েছে শাসকদল। 

কলকাতা: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের বহু মহিলারই 'কাছের মানুষ'। আর এই মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভরসা, সে কথা বলাই বাহুল্য।লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপোশ্রী, কন্যাশ্রী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের অন্যতম হাতিয়ার। আন্তর্জাতিক মহিলা দিবসেও তাই রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। টার্গেট মহিলা ভোট৷ সূত্রের খবর, আজ, বুধবার রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা৷ রাজ্যের ৩৬ সাংগঠনিক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে তাঁদের৷ অন্তত ৩০০ করে বাড়িতে আজ যেতেই হবে তৃণমূলের মহিলা সদস্যদের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলারা কতটা সুরক্ষিত সেই বার্তাই আজ দিতে চায় তৃণমূল কংগ্রেস।
রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল। আজ ৮ মার্চে বাড়ি-বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে জন সংযোগ সারবেন তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। আবিরের সঙ্গে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, এই কর্মসূচিতে সেই বিষয়টিও তুলে ধরার কথা তাঁদের।
advertisement
আরও পড়ুন: খেয়াল করেছেন! বাজার থেকে কমে যাচ্ছে পুরনো ৫ টাকার কয়েন, কেন বলুন তো?
বর্তমানে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। আন্তর্জাতিক মহিলা দিবসে মহিলাদের সঙ্গে জনসংযোগ সেই কর্মসূচিরই অংশ বলে জানাচ্ছেন তৃণমূলকর্মীরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩৬ সাংগাঠনিক জেলার ১০ হাজার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধি দল। বাড়ির মহিলারা এ রাজ্যে কতটা সুরক্ষিত, সেই বিষয় তুলে ধরবেন তাঁরা। আজ হোলির দিন তাই আবির-সহ শুভেচ্ছাবার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে। তৃণমূল সূত্রের খবর, মহিলাদের দেওয়া শুভেচ্ছা বার্তায় লেখা হচ্ছে, “হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।”
advertisement
advertisement
এর পাশাপাশি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মহিলা দিবস উপলক্ষে ছোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে রাজ্যের শাসকদল। অন্যান্যবার আন্তর্জাতিক মহিলা দিবসে বড় করে অনুষ্ঠান করে তৃণমূল কংগ্রেস। এবার হোলি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য তা করা হচ্ছে না।
আরও পড়ুন: সাইকেল বা বাইকের পিছনে কেন দৌড়য় কুকুর? বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন কি?
এর আগে একাধিকবার আজকের দিনে পথে নামতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ তবে আজকে জেলায় জেলায় বাড়ি বাড়ি যাওয়াতেই জোর দিয়েছে শাসকদল। রাজনৈতিক মহল মনে করছে, সামনেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে মহিলা ভোটকে টার্গেট করছে তৃণমূল। সেই লক্ষ্যেই এই বাড়ি বাড়ি যাওয়া। তৃণমূলের দাবি, তারা সারা বছরই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে। নারীদিবসে মহিলাদের শুভেচ্ছা জানাতেই তাদের এই উদ্যোগ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC | International Women's Day: 'দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন', নারী দিবসে বাড়ি বাড়ি শুভেচ্ছো বার্তা তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement