Why Dogs Chase Bikes: সাইকেল বা বাইকের পিছনে কেন দৌড়য় কুকুর? বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন কি?

Last Updated:
Why Dogs Chase Bikes:কুকুর তো এমনিতে খুবই অনুগত প্রাণী। মানুষের সঙ্গেও ওদের বেশ ভাব। কিন্তু, হঠাৎ, গাড়ি, সাইকেল বা মোটরবাইক দেখলে ওরা ওমন দৌড়তে শুরু করে কেন? মনে হয় যেন, পেলে এক্ষুনি চালকের মাংস খুবলে নেবে? অকারণে নয়। এর পিছনেও আছে বৈজ্ঞানিক কারণ। (representative image)
1/8
নয়া দিল্লি: অনেক সময় দেখা যায়, সাইকেল কিংবা বাইকের পিছনে কুকুর তাড়া করছে। এতে অনেকেই ভয় পেয়ে যান। (প্রতীকী ছবি)
নয়া দিল্লি: অনেক সময় দেখা যায়, সাইকেল কিংবা বাইকের পিছনে কুকুর তাড়া করছে। এতে অনেকেই ভয় পেয়ে যান। (প্রতীকী ছবি)
advertisement
2/8
সাধারণত সবাই কমবেশি এই সমস্যায় ভোগেন। এমন সময়ে নার্ভাস না হওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে দাবি বিশেষজ্ঞদের।
সাধারণত সবাই কমবেশি এই সমস্যায় ভোগেন। এমন সময়ে নার্ভাস না হওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে দাবি বিশেষজ্ঞদের।
advertisement
3/8
এই  রকম সময়ে, অনেকেই ঘাবড়ে যায়। কুকুরের কামড় থেকে বাঁচার জন্য স্পিড বাড়িয়ে জোড়ে গাড়ি বা বাইক চালাতে শুরু করেন। অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও হয়। কিন্তু, জেনে রাখবেন, এতে কিন্তু কুকুরও আরও আত্মবিশ্বাসী হয়ে যায়, আর আরও জোড়ে ধাওয়া করে। তাই বিশেষজ্ঞেরা বলছেন, এই সময় অতিরিক্ত ভয় পাওয়ার দরকার নেই। যেমন গাড়ি চালাচ্ছেন তেমনই চালাতে থাকুন
এই রকম সময়ে, অনেকেই ঘাবড়ে যায়। কুকুরের কামড় থেকে বাঁচার জন্য স্পিড বাড়িয়ে জোড়ে গাড়ি বা বাইক চালাতে শুরু করেন। অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও হয়। কিন্তু, জেনে রাখবেন, এতে কিন্তু কুকুরও আরও আত্মবিশ্বাসী হয়ে যায়, আর আরও জোড়ে ধাওয়া করে। তাই বিশেষজ্ঞেরা বলছেন, এই সময় অতিরিক্ত ভয় পাওয়ার দরকার নেই। যেমন গাড়ি চালাচ্ছেন তেমনই চালাতে থাকুন
advertisement
4/8
কুকুর বিশেষজ্ঞদের মতে, আসলে কুকুরদের শত্রুতা আপনার সঙ্গে নয় বরং আপনার গাড়ির সঙ্গে। আর এর জন্য দায়ী ওদের প্রবল ঘ্রাণশক্তি।
কুকুর বিশেষজ্ঞদের মতে, আসলে কুকুরদের শত্রুতা আপনার সঙ্গে নয় বরং আপনার গাড়ির সঙ্গে। আর এর জন্য দায়ী ওদের প্রবল ঘ্রাণশক্তি।
advertisement
5/8
খেয়াল করে দেখবেন, অনেক সময়ই রাস্তার কুকুররা আপনার বাড়ির সামনে বা ফ্ল্যাটের নীচে দাঁড় করিয়ে রাখা গাড়ি বা বাইকের টায়ারে প্রস্রাব করে।
খেয়াল করে দেখবেন, অনেক সময়ই রাস্তার কুকুররা আপনার বাড়ির সামনে বা ফ্ল্যাটের নীচে দাঁড় করিয়ে রাখা গাড়ি বা বাইকের টায়ারে প্রস্রাব করে।
advertisement
6/8
এখন ভাবুন, যখনই আপনার পাড়ায় কোনও বেপাড়ার কুকুর ঢুকে পড়ে, তখনই পাড়ার সব কুকুর একত্রিত হয়ে ওই কুকুরের দিকে তেড়ে যায় এবং তাকে তাড়িয়ে দেয়। কারণ, বাঘ, সিংহের মতো কুকুররাও খুব 'টেরিটোরিয়াল'। অর্থাৎ, প্রতিটা কুকুর তার নিজস্ব এলাকা চিহ্নিত করে রাখে। এই এলাকার ভিতর থেকেই ওরা খাবার সংগ্রহ করে। এই এলাকার মধ্যেই ওদের 'মেট'ও (বিপরীত লিঙ্গের কুকুর) থাকে। তাই নিজের এলাকায় খাবার ও যৌনসঙ্গীর জন্য প্রতিদ্বন্দ্বী বাড়ানো ওরা পছন্দ করে না।
এখন ভাবুন, যখনই আপনার পাড়ায় কোনও বেপাড়ার কুকুর ঢুকে পড়ে, তখনই পাড়ার সব কুকুর একত্রিত হয়ে ওই কুকুরের দিকে তেড়ে যায় এবং তাকে তাড়িয়ে দেয়। কারণ, বাঘ, সিংহের মতো কুকুররাও খুব 'টেরিটোরিয়াল'। অর্থাৎ, প্রতিটা কুকুর তার নিজস্ব এলাকা চিহ্নিত করে রাখে। এই এলাকার ভিতর থেকেই ওরা খাবার সংগ্রহ করে। এই এলাকার মধ্যেই ওদের 'মেট'ও (বিপরীত লিঙ্গের কুকুর) থাকে। তাই নিজের এলাকায় খাবার ও যৌনসঙ্গীর জন্য প্রতিদ্বন্দ্বী বাড়ানো ওরা পছন্দ করে না।
advertisement
7/8
জানেন নিশ্চই, কোনও কুকুর নিজের এলাকা কী ভাবে চিহ্নিত করে! চিহ্নিত করে প্রস্রাব দিয়ে। বাঘেরই মতো। এই পদ্ধতিকে বলে 'টেরিটোরি মার্কিং' অর্থাৎ এলাকা চিহ্নিতকরণ। এখন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় কুকুর আপনার গাড়িতে প্রস্রাব করে। বিশেষ করে টায়ারে। তাই, যখনই আপনার গাড়ি কোনও অন্য পাড়া দিয়ে যায়, তখন সেই এলাকার কুকুরা আপনার এলাকার কুকুরের গন্ধ পায়। যা আপনার গাড়ির টায়ারে লেগে রয়েছে। এই গন্ধের কারণে, কুকুর আপনার গাড়ির পিছনে ধাওয়া করে তাকে এলাকাছাড়া করার জন্য।
জানেন নিশ্চই, কোনও কুকুর নিজের এলাকা কী ভাবে চিহ্নিত করে! চিহ্নিত করে প্রস্রাব দিয়ে। বাঘেরই মতো। এই পদ্ধতিকে বলে 'টেরিটোরি মার্কিং' অর্থাৎ এলাকা চিহ্নিতকরণ। এখন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় কুকুর আপনার গাড়িতে প্রস্রাব করে। বিশেষ করে টায়ারে। তাই, যখনই আপনার গাড়ি কোনও অন্য পাড়া দিয়ে যায়, তখন সেই এলাকার কুকুরা আপনার এলাকার কুকুরের গন্ধ পায়। যা আপনার গাড়ির টায়ারে লেগে রয়েছে। এই গন্ধের কারণে, কুকুর আপনার গাড়ির পিছনে ধাওয়া করে তাকে এলাকাছাড়া করার জন্য।
advertisement
8/8
যখনই ওরা আপনার গাড়ি বা বাইকের টায়ার থেকে অন্য কুকুরের গন্ধ পায়, ওরা ভাবে ওদের এলাকায় নতুন কুকুর এসে পড়েছে। এই কারণেই অন্য কুকুরের গন্ধ পেয়েই ওরা আপনার গাড়ির পিছনে ছোটে। আর আপনি ভাবেন, ওরা আপনাকে কামড়াতে আসছে।
যখনই ওরা আপনার গাড়ি বা বাইকের টায়ার থেকে অন্য কুকুরের গন্ধ পায়, ওরা ভাবে ওদের এলাকায় নতুন কুকুর এসে পড়েছে। এই কারণেই অন্য কুকুরের গন্ধ পেয়েই ওরা আপনার গাড়ির পিছনে ছোটে। আর আপনি ভাবেন, ওরা আপনাকে কামড়াতে আসছে।
advertisement
advertisement
advertisement