Kolkata Book Fair|| বইপ্রেমীদের জন্য দারুন সুখবর, কলকাতা বইমেলা ২০২২-র দিনক্ষণ ঘোষণা রাজ্যের

Last Updated:

International kolkata book fair: ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এ বারের কলকাতা বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

কলকাতা বইমেলা। সংগৃহীত ছবি।
কলকাতা বইমেলা। সংগৃহীত ছবি।
#কলকাতা: বইপ্রেমীদের জন্য দারুন সুখবর। ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2022) দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এ বারের কলকাতা বইমেলা। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারের থিম বাংলাদেশ (Bangladesh)। করোনাবিধি (Covid Protocol) মেনেই মেলার আয়োজন করা হবে।
৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মেলার থিম কান্ট্রি হওয়ার কথা ছিল বাংলাদেশ (Theme Country Bangladesh)। গিল্ড (Publishers & Booksellers Guild) সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত ছিল বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্‌যাপন করার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। করোনার জেরে জানুয়ারিতে মেলা সাময়িক স্থগিত করা হয়। কিন্তু সংক্রমণ না কমায় শেষে মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ বারে ২০২১-র কথা মাথায় রেখেই থিম কান্ট্রি  হচ্ছে বাংলাদেশ।
advertisement
আরও পড়ুন: লজ্জার কলকাতা, চোর সন্দেহে যুবকের বুকে পা সিভিক ভলান্টিয়ারের! গোটা দেশে ঘুরছে এই দৃশ্য
আজ সোমবার বৈঠকে ২০২২ সালের কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। গিল্ডের (Publishers & Booksellers Guild) তরফে জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমেলার। ফলে বইমেলার দিনক্ষণ ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সকলেই।
advertisement
advertisement
উল্লেখ্য, সোমবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে আট দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এ ছাড়া ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও (International Kolkata Book Fair) শুরু হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair|| বইপ্রেমীদের জন্য দারুন সুখবর, কলকাতা বইমেলা ২০২২-র দিনক্ষণ ঘোষণা রাজ্যের
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement