হাত থেকে গলগল করে রক্ত ঝরছে, চিকিৎসা না করে দুর্ঘটনাগ্রস্ত বৃদ্ধের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ

Last Updated:

প্রাথমিক চিকিৎসা দূর অস্ত। অভিযোগ, তাঁকে রীতিমত নিরাপত্তারক্ষী দিয়ে সেখান থেকে বার করে দেওয়া হয় এনআরএসে যাওয়ার জন্য।

#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে আবারও অমানবিক ছবি। হাওড়া পিলখানার বাসিন্দা আরবাজ আলি খান (৫৬)। লকডাউনের জন্য কাজ চলে গিয়েছে। কাজের আশায় এখানে ওখানে ঘুরে বেড়ান। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ৪৪ নম্বর রুটের বেসরকারি বাস ধরে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে আসেন। বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হন। ডান হাতে মারাত্মক আঘাত লাগে। গভীর ক্ষত হয়ে যায়, রক্তক্ষরণ হচ্ছিল। সেই অবস্থাতেই পাশেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে হেঁটে আসেন।
আর তারপরই বিড়ম্বনার শুরু। প্রথমেই জরুরি বিভাগে গেলে সেখানে প্রথমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেন আরমান আলি। এরপর যাও বা জরুরি বিভাগে ঢোকেন, সেখানে তাঁকে বলা হয় সেখানে একমাত্র করোনা রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে। আহত আরবাজ আলীকে সেখান থেকে সার্জিকাল বিভাগের আউটডোরে যেতে বলা হয়। দু-টাকা দিয়ে আউটডোর টিকিট কেটে আরবাজ আলী রক্তাক্ত হাত নিয়ে সার্জিক্যাল বিভাগের আউটডোরে পৌঁছন। সেখানে তার সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
সোমবার বিকেলে আরবাজ আলী কাঁদতে কাঁদতে জানান, সার্জিক্যাল বিভাগের আউটডোর থেকে তাঁকে সেখানে যাওয়ার জন্য তাঁকে অপমান করা হয়। কেন তিনি সেখানে এসেছেন? প্রাথমিক চিকিৎসা দূর অস্ত, তাঁকে রীতিমত নিরাপত্তারক্ষী দিয়ে সেখান থেকে বার করে দেওয়া হয় এনআরএসে যাওয়ার জন্য। এরপর আরবাজ আলী বৃষ্টির মধ্যে ক্ষতবিক্ষত হাত নিয়ে জরুরি বিভাগের সামনে বসেছিলেন।
advertisement
নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই খবর সম্প্রচার করার সঙ্গে সঙ্গে মেডিক্যাল  কলেজের ভিতরে হাসপাতালে বউবাজার থানার যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে জানানো হয়। নড়েচড়ে বসে পুলিশ। একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। তাতে  করেই আহত আরবাজ আলিকে শিয়ালদহ এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসার পর তাঁকে ছেঁড়ে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাত থেকে গলগল করে রক্ত ঝরছে, চিকিৎসা না করে দুর্ঘটনাগ্রস্ত বৃদ্ধের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement