Babul Supriyo: সরলেন নন্দিনী! পর্যটন নিগমে এলেন বাবুলের ‘পছন্দের’ সায়ন্তিকা-ইন্দ্রনীল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপরেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল৷ তারপর তাঁকে বাবুল সুপ্রিয়ের পর্যটন দফতরের সচিবের পদে নিয়োগ করা হয়৷ তবে সূত্রে খবর, সম্প্রতি বাবুল এবং নন্দিনীর সম্পর্কেও তিক্ততা এসেছে৷ সেই কারণেই এই হঠাৎ রদবদল বলে জল্পনা৷
কলকাতা: পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে এবার সরানো হল নন্দিনী চক্রবর্তীকে। তার বদলে এবার থেকে ওই পদের দায়িত্বে থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুধু তাই নয়, নিগমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে, সূত্রের খবর, পর্যটন দফতরের সচিব হিসাবে নিজের কাজ চালিয়ে যাবেন নন্দিনী চক্রবর্তী৷
প্রসঙ্গত, আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী এর আগেও একবার চর্চায় এসেছিলেন৷ সি ভি আনন্দ বোস যে সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বগ্রহণ করেন, সেই সময় তাঁর ওএসডি পদের গুরুত্বপূর্ণ দায়িত্বভার দেওয়া হয়েছিল এই নন্দিনী চক্রবর্তীকে৷ কিন্তু, রাজ্যপালের ‘হাতে খড়ি’ অনুষ্ঠান এবং বিধানসভায় তাঁর উদ্বোধনী ভাষণ ঘিরে বিরোধী বিজেপির কড়া সমালোচনার মুখে পড়েন নন্দিনী৷
advertisement
আরও পড়ুন: সারদা-রোজভ্যালি তদন্তে বড়সড় বদল! বন্ধ ব্রাঞ্চ, এবার কোন নতুন পদক্ষেপ করল সিবিআই, জোরাল জল্পনা
এরপরেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল৷ তারপর তাঁকে বাবুল সুপ্রিয়ের পর্যটন দফতরের সচিবের পদে নিয়োগ করা হয়৷ তবে সূত্রে খবর, সম্প্রতি বাবুল এবং নন্দিনীর সম্পর্কেও তিক্ততা এসেছে৷ সেই কারণেই এই হঠাৎ রদবদল বলে জল্পনা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আত্মীয় হিসাবে নাম মুখ্যমন্ত্রীর!’ গ্রেফতারির সময় করেছিলেন এই কাজ, জামিন পাবেন ‘প্রভাবশালী’ পার্থ?
বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে বালিগঞ্জ থেকে উপ নির্বাচন জয়ী হন বাবুল সুপ্রিয়৷ তারপরেই পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয় বাবুলকে৷ জানা গিয়েছে, নিগমের চেয়ারম্যান হিসাবে ইন্দ্রনীলের নাম প্রস্তাব করেন বাবুলই৷
advertisement
অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। বাঁকুড়া জেলার সাংগঠনিক দায়িত্বও তাঁর কাঁধে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মানও পেয়েছেন তিনি। এবার, আরও এক দায়িত্ব দেওয়া হল সায়ন্তিকাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 28, 2023 3:03 PM IST