Partha Chatterjee: ‘আত্মীয় হিসাবে নাম মুখ্যমন্ত্রীর!’ গ্রেফতারির সময় করেছিলেন এই কাজ, জামিন পাবেন ‘প্রভাবশালী’ পার্থ?

Last Updated:

ইডি-র তরফে শুনানি শেষ হলেও, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান আপাতত স্থগিত রাখে আদালত৷ ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি৷ তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একে একে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা৷ টাকার পাহাড় গুনতে রাত কাবার হয়ে যায় ইডি আধিকারিকদের৷

কলকাতা: আত্মীয় হিসাবে নাম মুখ্যমন্ত্রীর৷ সংশোধনাগারেও পরে থাকেন আংটি৷ প্রিজন ভ্যান নয়, তাঁকে আদালতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করতে হয় বিশেষ গাড়ির৷ এমন আরও একাধিক পয়েন্ট তুলে ধরে আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয়ের জামিনের বিরোধিতা করল ইডি৷ তাহলে কি, গ্রেফতারির সময় মুখ্যমন্ত্রীকে ফোন করাই কাল হল পার্থর? উঠছে প্রশ্ন৷
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় এখনও সেই প্রভাবশালী তত্ত্বকেই হাতিয়ার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এদিন পার্থের জামিন মামলার শুনানি চলাকালীন ইডি-র আইনজীবী দাবি করেন, ‘‘গ্রেফতার হওয়ার মূহুর্তে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট মেমোতে আত্মীয় হিসাবে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছিলেন৷ এমনকি, গ্রেফতারির সময় তাঁকে যখন বলা হয়েছিল, তাঁকে গ্রেফতার করা হচ্ছে, কাকে জানাবেন? তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী ফোন ধরেননি।’’
advertisement
আরও পড়ুন: আবারও নন্দীগ্রাম! আবারও মমতা vs শুভেন্দু, একুশের ভোট নিয়ে তেইশেও তরজা দেখল বিধানসভা
এরপরেই ইডি-র আইনজীবী প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে, গ্রেফতার হয়ে সংশোধনাগারে গিয়েও হাতের আঙুলে আংটি পরতেন। যা নিয়ে এখন আইনি মামলায় পড়তে হয়েছে খোদ জেল সুপারকে৷ সংশোধনাগার থেকে আদালতে আনার সময় বিশেষ সুবিধা ভোগ করেন। তাঁর জন্য অন্যরকম গাড়ির ব্যবস্থা থাকে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার পাহারারত থাকেন৷ গ্রেফতারের পরে তাঁকে নিয়ে এইএমসে যেতে হয়েছিল৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ইডি কি অযোগ্য লোকে ভর্তি..’, কেন্দ্রের কাছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট! তবে শেষমেশ ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধিতে সায়
ইডি-র তরফে শুনানি শেষ হলেও, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান আপাতত স্থগিত রাখে আদালত৷ ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি৷ তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একে একে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা৷ টাকার পাহাড় গুনতে রাত কাবার হয়ে যায় ইডি আধিকারিকদের৷
advertisement
সেই রাতেই গ্রেফতার করা হয় পার্থকে৷ জানা যায়, গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন পার্থ৷ কিন্তু, সেই ফোন মমতা ধরেননি৷ শোনা যায়, পরে ঘনিষ্ঠ মহলে এ নিয়ে কিঞ্চিৎ উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: ‘আত্মীয় হিসাবে নাম মুখ্যমন্ত্রীর!’ গ্রেফতারির সময় করেছিলেন এই কাজ, জামিন পাবেন ‘প্রভাবশালী’ পার্থ?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement