Chitfund Investigation: সারদা-রোজভ্যালি তদন্তে বড়সড় বদল! বন্ধ ব্রাঞ্চ, এবার কোন নতুন পদক্ষেপ করল সিবিআই, জোরাল জল্পনা
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
প্রসঙ্গত, এই ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ ( EOB) শুধু আর্থিক প্রতারণার তদন্ত করে। Eo4, যেখানে এখনও সারদা, রোজ ভ্যালি মামলার তদন্ত এখনও শেষ হয়নি তার মধ্যে চিটফান্ড তদন্তে গঠিত ব্রাঞ্চ বন্ধ করায় উঠছে তুলছে ওয়াকিবহল মহল।
কলকাতা: সিবিআইয়ের চিটফান্ড মামলার তদন্তের জন্য গঠিত ইওফোর (EO4) ব্রাঞ্চকে এবার সিবিআই ইকনোমিক অফেন্স ব্রাঞ্চের ( EOB) সঙ্গে জুড়ে দেওয়া হল। চিটফান্ড কাণ্ডের পর শুধু ওই ধরনের প্রতারণার তদন্তের জন্য সিবিআইয়ের Eo4 গঠন করা হয়েছিল। সেই ব্রাঞ্চ বন্ধ করে অন্য ব্রাঞ্চের সঙ্গে জুড়ে দেওয়া হল এবার।
প্রসঙ্গত, এই ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ ( EOB) শুধু আর্থিক প্রতারণার তদন্ত করত। যেখানে এখনও সারদা, রোজ ভ্যালি মামলার তদন্ত এখনও শেষ হয়নি, তার মধ্যে চিটফান্ড তদন্তে গঠিত ব্রাঞ্চ বন্ধ করায় প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন: ‘আত্মীয় হিসাবে নাম মুখ্যমন্ত্রীর!’ গ্রেফতারির সময় করেছিলেন এই কাজ, জামিন পাবেন ‘প্রভাবশালী’ পার্থ?
সিবিআই সূত্রে খবর, সিবিআই EO4 শুধুমাত্র চিটফান্ড তদন্তর জন্য গঠিত হয়েছিল। এবার সেই EO4 কে বন্ধ করে জুড়ে দেওয়া হয়েছে সিবিআই EOB এর সঙ্গে।
advertisement
advertisement
EOB মূলত, প্রতারণা সংক্রান্ত মামলা দেখে। এবার থেকে eob প্রতারণার সঙ্গে সঙ্গে চিটফান্ড মামলার তদন্তও করবে। অর্থাৎ, সারদা, রোজভ্যালির মতো যাবতীয় ঘটনার তদন্ত করবে এবার ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের আধিকারিকরা।
advertisement
কিন্তু কেন এই সিদ্ধান্ত? সিবিআই সূত্রে খবর, বহু বছর ধরে সিবিআই ইওফোর শুধুমাত্র চিটফান্ড সারদা ও রোজ ভ্যালির মামলার তদন্ত করে আসছে। ফলে সেখানে শুধুমাত্র চিটফান্ড মামলার জন্য আলাদা করে অফিসার রাখা হয়েছে। চিটফান্ডে তাবড় মাথা গৌতম কুণ্ডু, সুদীপ্ত সেন সকলেই জেলবন্দি।
তবে, তদন্তের জাল অনেকটাই গুটিয়ে এসেছে বলে সিবিআই সূত্রের খবর। তাই এবার ওই চিটফান্ড মামলাগুলির জন্য আলাদা ইউনিট বা ডিপার্টমেন্ট না রেখে সেগুলো এক ছাতার তলায় আনা হল।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 27, 2023 7:37 PM IST