Indian Railways: ফের বড় কামাল RPF-এর, ট্রেন ও স্টেশন থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপ, মোবাইল-সহ বহু মূল্যবান জিনিস উদ্ধার
- Published by:Rukmini Mazumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ফের বড় কামাল আরপিএফ-এর। 'অপারেশন আমানত'-এর অধীনে হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদা ডিভিশনের আরপিএফ কর্মীরা পূর্ব রেলের বিভিন্ন রেলওয়ে স্টেশন ও চত্বর থেকে যাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেন
কলকাতা: ফের বড় কামাল আরপিএফ-এর। ‘অপারেশন আমানত’-এর অধীনে হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদা ডিভিশনের আরপিএফ কর্মীরা পূর্ব রেলের বিভিন্ন রেলওয়ে স্টেশন ও চত্বর থেকে যাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেন। উদ্ধার করা জিনিসপত্রের মধ্যে ছিল দুটি জ্যাকেট, একটি ব্লেজার, দুটি মোবাইল ফোন এবং ১৭টি ব্যাগ ও ওয়ালেট, যেগুলিতে একটি ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ওষুধ, পোশাক, একটি কার্পেট এবং ১,৫০০ টাকা নগদ-সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল।
উদ্ধার করা জিনিসপত্রের মোট মূল্য প্রায় ৩,১৪,২০০ টাকা। এই উদ্ধারকার্য চলে হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, সাঁইথিয়া, রামপুরহাট, শিয়ালদহ, বালিগঞ্জ, বনগাঁ, ব্যারাকপুর, আসানসোল, জামতাড়া, দুমকা, দুর্গাপুর, জসিডিহ এবং মালদয় রেলওয়ে স্টেশন ও চত্বরে। পূর্ব রেলের রেল রক্ষী বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ”উদ্ধার করা সমস্ত জিনিসপত্র যত্ন সহকারে যাচাই করা হয় এবং যথাযথ নথিভুক্তিকরণের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। নিজেদের জিনিসপত্র ফেরত পেয়ে যাত্রীরা পূর্ব রেল, বিশেষ করে আরপিএফ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।”
advertisement
এই অপারেশনের মূল উদ্দেশ্য হল ট্রেন বা রেল স্টেশনে যাত্রীদের ফেলে যাওয়া বা হারিয়ে যাওয়া জিনিসপত্র যেমন মোবাইল ফোন, ব্যাগ, লাগেজ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া। একটি অনলাইন পোর্টাল এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের হারানো জিনিসপত্র খুঁজে পেতে ও ফেরত পেতে সাহায্য করা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 11:13 AM IST








