Indian Railways: কলকাতা স্টেশনে এল তখন এক্সপ্রেস, ভিতরে ৪৫ ব্যাগে ভয়ঙ্কর জিনিস! মাথায় হাত RPF-এর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: দিনকয়েক আগেই ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল বিদেশি মদের বোতল। জিআরপি-র তৎপরতায় ট্রেন থেকে আটক করা হয় মদের বোতলগুলি।
কলকাতা: ১২৩১৮ ডাউন অকাল তখত এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় ১৬ হাজার মদের বোতল। এগুলো বুকিং ছিল পটনার উদ্দেশ্য। কিন্তু বিহার তো মদ নিষিদ্ধ। মনে করা হচ্ছে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমান মদ। ভুল করে কলকাতা স্টেশনে চলে আসে। সেখানেই আটক করা হয়। ৪৫ ব্যাগে রাখা ছিল ওই বিপুল পরিমান মদের বোতল। খোঁজ চলছে কারা এনেছিল ওই মদের বোতল।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল বিদেশি মদের বোতল। জিআরপি-র তৎপরতায় ট্রেন থেকে আটক করা হয় মদের বোতলগুলি। ৭৪ বোতল বিলিতি মদ উদ্ধার করে রানাঘাট জিআরপি। তবে মদের গুনগত মান নিয়েও প্রশ্ন ছিল। উদ্ধার হওয়া মদগুলি নকল মদ কিনা সেটাও খতিয়ে দেখা হয়।
advertisement
advertisement
আপ রানাঘাট লোকালের ভেন্ডার বগিতে করে দেড় লক্ষ টাকার মদ আসা হচ্ছিল। রানাঘাট জিআরপির কর্তব্যরত আধিকারিকেরা ভেন্ডার বগি থেকে চারটি বস্তা উদ্ধার করে। তার মধ্যে ছিল বেশ কিছু নামি দামি বিদেশি মদের বোতল ছিল। ট্রেনে এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়ে যান। বোতলগুলি বাজেয়াপ্ত করা হয়। এবার তখন এক্সপ্রেস থেকে মিলল বিপুল পরিমান মদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 10:48 AM IST

