Ram Mandir Inauguration: চোখে পরাবেন কাজল, তারপরে দর্পণ দর্শন..শেষে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি! অযোধ্যায় আজ কী কী করবেন মোদি?

Last Updated:

এদিন বেলা ১০টা ২৫নাগাদ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন মোদি৷ ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে পৌঁছবেন রাম জন্মভূমি মন্দির চত্বরে৷ ১১টা থেকে ১২টা পর্যন্ত মন্দির চত্বর ঘুরে দেখা এবং শেষে জপ পর্ব৷

উত্তরপ্রদেশ: ২২ জানুয়ারি। আজই সেই দিন। গত কয়েকমাস ধরে যে দিনের জন্য অপেক্ষা করছেন অযোধ্যাবাসীর একাংশ৷ অযোধ্যার নব নির্মীয়মাণ রামমন্দিরে বেলা ১২টা বেজে ১০ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিটের মধ্যে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে রামলালার৷ প্রধানমন্ত্রী নিজের হাতে রামলালার মূর্তিতে কাজল পরাবেন, তারপরে দেখাবেন দর্পণ৷ গত ১১ দিন ধরে যার জন্য কঠোর নিয়ম পালন করেছেন তিনি৷ শুয়েছেন মাটিতে৷ নারিকেলের জল দিয়ে করেছেন আহার৷ দেশের নানা প্রান্তের মন্দিরে পুজো দিয়েছেন৷ রামসেতুর কাছে রামেশ্বরমে সমুদ্রে পুণ্যস্নানও করেছেন৷ গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া সেই অনুষ্ঠানের সমাপণ হবে আজ৷
জানা গিয়েছে, এদিন ১২টা বেজে ২০ মিনিটের পরে ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে মূল যজমান নরেন্দ্র মোদির হাতে হবে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ সিংহাসনে স্থাপনার আগে পর্যন্ত, রামলালার মূর্তির চোখে কাপড় বাঁধা থাকবে৷ মোদি রামলালার মূর্তির চোখ থেকে কাপড় সরাবেন৷ তারপরে, তাঁর চোখে পরাবেন কাজল, তারপরে দেখাবেন দর্পণ৷ এরপরে আচার্যদের তিনটি দল আরতি অনুষ্ঠান সম্পন্ন করবেন৷ প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ৷ দ্বিতীয় দল শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী এবং তৃতীয় দলে কাশীর পণ্ডিতেরা রামলালার পূজা সম্পন্ন করবেন৷ ‘প্রাণপ্রতিষ্ঠা’ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে খুলে দেওয়া হবে রামলালার মূর্তির চোখের পটি৷ এই গোটা ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান ও পূজা সম্পন্ন করার সময়কালে বন্ধ থাকবে মন্দিরের মূল গর্ভগৃহের দরজা৷
advertisement
এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত৷ সেলেব্রিটিদের মধ্যে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রণবীর কপূর, আলিয়া ভাট, অনিল কুম্বলে, অমিতাব বচ্চন প্রত্যেকেই উপস্থিত থাকছেন৷
advertisement
আরও পড়ুন: ৭০ বছর পরে তৈরি হচ্ছে ‘ইতিহাস’! শয়ন আরতির পরেই আসবে ‘সেই’ মুহূর্ত…অপেক্ষায় অযোধ্যা
এদিন বেলা ১০টা ২৫নাগাদ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন মোদি৷ ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে পৌঁছবেন রাম জন্মভূমি মন্দির চত্বরে৷ ১১টা থেকে ১২টা পর্যন্ত মন্দির চত্বর ঘুরে দেখা এবং শেষে জপ পর্ব৷
advertisement
বেলা ১২ টার মধ্যে মন্দিরের প্রাঙ্গণের গর্ভগৃহের বাইরে পৌঁছে যাবেন ৮ হাজার নিমন্ত্রিত ব্যক্তি৷ ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান৷ কাজল পরিয়ে রাম লালার ঘুম ভাঙাবেন মোদি, তারপরে দেখাবেন দর্পণ৷
১২টা বেজে ৫৫ মিনিটে হেলিকপ্টার করে হবে মন্দিরের উপরে পুষ্পবৃষ্টি৷ ১টা থেকে ২টোর মধ্যে মোদি, মোহন ভাগবত এবং যোগী আদিত্যনাথের বক্তৃতা৷
advertisement
আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে আসছে ফুল…শুরু শেষবেলার অপেক্ষা
২টো ১০ মিনিটে রামজন্মভূমির অন্দরে কুবের টিলার শিবমন্দিরে যাবেন মোদি৷ বেলে ৩টে ৩০ মিনিটে অযোধ্যা থেকে রওনা দেবেন নরেন্দ্র মোদি৷
গত রবিবার সন্ধেবেলা শয়ন আরতির পরে অস্থায়ী মন্দির থেকে রামলালা বিরাজমান এবং লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত এবং ভক্ত হনুমানের মূর্তি নিয়ে যাওয়া হয়েছে নব নির্মীয়মাণ মন্দিরে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Inauguration: চোখে পরাবেন কাজল, তারপরে দর্পণ দর্শন..শেষে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি! অযোধ্যায় আজ কী কী করবেন মোদি?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement