Indian Railways ‍| Sealdah Station: ১৫ অক্টোবর থেকে শুরু বাংলার প্রথম AC ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন! ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

Indian Railways ‍| Sealdah Station: শিয়ালদহ ডিভিশনের মুকুটে জুড়তে চলেছে এক নয়া পালক। এবার মুম্বইয়ের ধাঁচে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়া হবে ফার্স্ট ক্লাস কামরাযুক্ত ট্রেন।

অপেক্ষা করছে দুরন্ত চমক
অপেক্ষা করছে দুরন্ত চমক
কলকাতা: মুম্বইয়ের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা আগে থেকেই আছে। আর এবার বাংলার লোকাল ট্রেনেও প্রথম শ্রেণির কামরা যোগ করছে পূর্ব রেল। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ট্রেনে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে। তাতে সাফল্য পাওয়া গেলে আরও অনেক ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত করবে রেল। আর শিয়ালদহ ডিভিশনের মুকুটে জুড়তে চলেছে এক নয়া পালক। এবার মুম্বইয়ের ধাঁচে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়া হবে ফার্স্ট ক্লাস কামরাযুক্ত ট্রেন।
এই ট্রেনে থাকছে এসিও। এছাড়া ট্রেনের গায়ে থাকবে বিভিন্ন ধরনের নকশাও, যা মানুষকে আরও আকর্ষিত করবে বলে মনে করা হচ্ছে। তবে এখনই সব ট্রেনে প্রথম শ্রেণির কামরা থাকবে না। পরীক্ষামূলকভাবে একটি রুটের ট্রেনে প্রথম শ্রেণির কামরা তথা ফার্স্ট-ক্লাস কামরা যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সাফল্য মিললে পরবর্তীতে অন্যান্য রুটেও প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে।
advertisement
advertisement
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকালে একটি প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে। বাকি কামরাগুলি আগের মতোই থাকবে। অর্থাৎ এখন যেমন দ্বিতীয় শ্রেণির কামরা আছে, সেরকমই থাকবে বলে রেল সূত্রে খবর।
advertisement
রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে এই নতুন ট্রেনের বা বলা ভালো ফার্স্ট ক্লাস কামরাযুক্ত এই ট্রেনে পথ চলতে শুরু করবে। বর্তমানে শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনের ভাড়া যাত্রীদের গুণতে হয় ২০ টাকা। কিন্তু জানা যাচ্ছে, প্রস্তাবিত ওই ফার্স্ট ক্লাস কামরায় সফর করলে টিকিটের দাম হবে ১৭৮ টাকা। এ ক্ষেত্রে থাকছে মান্থলি টিকিটের সুবিধাও। মান্থলির জন্য খরচ করতে হবে ১২০০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways ‍| Sealdah Station: ১৫ অক্টোবর থেকে শুরু বাংলার প্রথম AC ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন! ভাড়া শুনলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement