Naihati Boro Maa: চমৎকার কষ্টিপাথরের মূর্তি, শত ভরির গয়নায় সাজবেন নৈহাটির বড়মা! নতুন মন্দির খুলছে কবে, কে করছেন উদ্বোধন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Naihati Boro Maa: নৈহাটির বড়মা পুজোর বয়স এবার ১০০ বছর। শতবর্ষে পদার্পণকে কেন্দ্র করে ইতিমধ্যে একটি লোগো প্রকাশ হয়েছে।
নৈহাটি: নৈহাটির ঐতিহ্যশালী বড়মার নতুন মন্দিরের দরজা এবার খুলে যেতে চলেছে। লক্ষ্মী পুজোর মধ্যে মন্দিরটি তৈরি হয়ে যাবে। সেখানে কষ্টিপাথরের মায়ের মূর্তি বসবে লক্ষ্মী পূজার পরের দিন। রাজস্থানের শিল্পী মূর্তিটি তৈরি করছেন। এতদিন মায়ের ফটোতেই পুজো হত। ৮ কোটি টাকা খরচ করে নৈহাটিতে বড়মার মন্দির হচ্ছে। মন্দিরের সঙ্গেই ৪০০ জনের থাকার মতো ধর্মশালা ও বৃদ্ধাবাস তৈরি চলছে। পাঁচতলা বাড়ি তৈরির কাজ প্রায় শেষ। ১০০ ভরি সোনার গয়নায় সাজিয়ে তোলা হবে বড়মা-কে। ২৯ অক্টোবর মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নৈহাটির বড়মা পুজোর বয়স এবার ১০০ বছর। শতবর্ষে পদার্পণকে কেন্দ্র করে ইতিমধ্যে একটি লোগো প্রকাশ হয়েছে। সারা বছর ধরে নানা অনুষ্ঠান করছেন বড়কালী পুজো সমিতির কর্মকর্তারা। তৈরি হয়েছে একটি ট্রাস্ট, যার সভাপতি হয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
বড়মা অগণিত মানুষের কাছে একটা আবেগ। বহু মানুষ এই মন্দিরে পুজো দেন। এত ভিড় হয় যে ভক্তদের দাঁড়ানো বা বসার জায়গাও থাকে না। অমাবস্যার দিনগুলিতেও বহু মানুষ পুজো দিতে আসেন। তাই নতুন মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি একসঙ্গে বসে বহু মানুষ যাতে ভোগ খেতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং অন্য রাজ্য থেকে ভক্তরা আসেন। তাঁদের জন্য ধর্মশালা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে ৪০০ জনের থাকার মতো একটি বৃদ্ধাবাস। মোট খরচ হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
advertisement
দেশ-বিদেশ থেকে অনেক মানুষ বড়মার মন্দির তৈরিতে অর্থ সাহায্য করছেন। লক্ষ্মী পুজোর পরের দিন বসবে মায়ের কষ্টিপাথরের মূর্তি। ২৯ অক্টোবর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বার উদঘাটন করার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরটি। মন্দির নির্মাণের কাজও প্রায় শেষ। মন্দিরের নিচতলায় বড়মায়ের পাশাপাশি বসছে রাধা-কৃষ্ণের মূর্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 3:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa: চমৎকার কষ্টিপাথরের মূর্তি, শত ভরির গয়নায় সাজবেন নৈহাটির বড়মা! নতুন মন্দির খুলছে কবে, কে করছেন উদ্বোধন?