WB TET 2023 Exam: বিপুল সংখ্যায় কমে গেল এবারের টেট পরীক্ষার্থীর সংখ্যা, কেন এত কমছে আবেদন? শোরগোল পর্ষদে
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
WB TET 2023 Exam: ১০ ডিসেম্বর রয়েছে প্রাথমিকের টেট। তার আবেদন-এর সংখ্যা গতবারের তুলনায় ৫০ শতাংশের কাছাকাছিও পৌঁছল না।
কলকাতা: নজিরবিহীন ভাবে চলতি বছরের টেটে কমে গেল পরীক্ষার্থীর সংখ্যা। গত বারের টেট-এ আবেদনকারীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯০ হাজার। এবার কমে তা দাঁড়াল ৩ লক্ষ ১০ হাজারে। হিসেব বলছে প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে আবেদনকারীর সংখ্যা। এক বছরের মাথায় ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কিন্তু কেন এত কমে গেল আবেদনকারীর সংখ্যা? নিয়োগ নেই, তার জন্যই কি কমছে প্রাথমিকের টেটে আবেদনকারীর সংখ্যা? ১০ ডিসেম্বর রয়েছে প্রাথমিকের টেট। তার আবেদন-এর সংখ্যা গতবারের তুলনায় ৫০ শতাংশের কাছাকাছিও পৌঁছল না। গত বছর প্রাথমিকের টেটের আবেদনকারী সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯০ হাজার। এবার তা একলাফে কমে দাঁড়াল প্রায় ৩ লক্ষ ১০ হাজার।
advertisement
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!
যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে। যদিও পর্ষদের দাবি, এবার যেহেতু বিএড-এর উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিকের টেট দিতে পারবে না তার জন্যই কমছে প্রাথমিকের টেট দেওয়ার পরীক্ষার্থীর সংখ্যা। তবে যেহেতু টেট উত্তীর্ণদের এখনও পর্যন্ত নিয়োগের প্রক্রিয়া বারবার থমকেছে তার জন্যই কমছে প্রাথমিকের টেট দেওয়ার পরীক্ষার্থীর সংখ্যা।
advertisement
advertisement
এমনটাই মনে করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ। এর আগে ২০২২ সালের ১১ ডিসেম্বর দীর্ঘ ৫ বছর পর প্রাথমিকের টেট হয়েছিল। সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে। এ বছরেও ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2023 2:12 PM IST









