Indian Railways: বিরাট খবর! ১৮ ট্রিপ সামার স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, লাভবান হবেন বাংলারও বহু যাত্রী
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railways: উভয় দিক থেকে যাত্রা করার সময় এই স্পেশ্যাল ট্রেনটি রাঙাপাড়া নর্থ, রঙিয়া, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি, বারাউণী, ছাপরা, বারাণসী, প্রয়াগরাজ, গোয়ালিয়র, উজ্জ্বয়ন, গোধরা, আহমেদাবাদ, রাজকোট স্টেশন হয়ে চলাচল করবে।
কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নাহরলগুন ও ওখার মধ্যে উভয় দিক থেকে নয়টি ট্রিপ করে সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৯৫২৫নং (ওখা-নাহরলগুন স্পেশ্যাল ) ট্রেনটি ০২ মে থেকে ২৭ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার ২২.০০ ঘণ্টায় ওখা থেকে রওনা দিয়ে ০৫ মে থেকে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৬.০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ০৯৫২৬নং (নাহরলগুন-ওখা স্পেশ্যাল ) ট্রেনটি ০৬ মে থেকে ০১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবার ১০.০০ ঘণ্টায় নাহরলগুন থেকে রওনা দিয়ে ০৯ মে থেকে ০৪ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার ০৩.৩৫ ঘণ্টায় ওখা পৌঁছবে।
উভয় দিক থেকে যাত্রা করার সময় এই স্পেশ্যাল ট্রেনটি রাঙাপাড়া নর্থ, রঙিয়া, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি, বারাউণী, ছাপরা, বারাণসী, প্রয়াগরাজ, গোয়ালিয়র, উজ্জ্বয়ন, গোধরা, আহমেদাবাদ, রাজকোট স্টেশন হয়ে চলাচল করবে। এই রুটের অন্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। এই স্পেশ্যাল ট্রেনটিতে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ সহ মোট ২৪টি কোচ থাকবে। অসমের ব্রহ্মপুত্রের উত্তর পার থেকে এক বৃহৎ অঞ্চলের পাশাপাশি অরুণাচল প্রদেশ ও অন্যান্য রাজ্যের মানুষ এই ট্রেনের পরিষেবা গ্রহণ করে পশ্চিম ভারতের দিকে ভ্রমণ করতে সক্ষম হবেন।
advertisement
advertisement
এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
advertisement
ট্রেনের বাতিলকরণ:দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ট্রেন নং. ০২৫৪৭/০২৫৪৮ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) স্পেশাল ডিজেল জয়রাইড, ট্রেন নং. ৫২৫৯৪/৫২৫৯৬ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) স্টিম জয়রাইড এবং ট্রেন নং. ৫২৫৯১/৫২৫৯৭ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল জয়রাইড ০৩ এপ্রিল, ২০২৩ তারিখে বাতিল থাকবে।সংশোধিত সময়:এছাড়াও, ২২৩০১/২২৩০২ (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত এক্সপ্রেসের সময় ১০ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে বারসোই জংশনে সংশোধন করা হয়েছে। ২২৩০১নং (হাওড়া-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বারসোই জংশনে ১১.৩৮ ঘণ্টায় পৌঁছবে এবং ১১.৪০ ঘণ্টায় রওনা দিবে। ২২৩০২নং (নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বারসোই জংশনে ১৬.৩৩ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬.৩৫ ঘণ্টায় রওনা দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2023 10:33 AM IST







