Dilip Ghosh: ইডি-র ডাক আসতেই খুন রাজু ঝা! BJP-তে যোগ যার হাত ধরে, সেই দিলীপ ঘোষের বিরাট অভিযোগ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: যাঁর হাতে ধরে রাজু ঝা যোগ দিয়েছিলেন বিজেপিতে, সেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার তুললেন বিস্ফোরক অভিযোগ।
শক্তিগড়: হঠাৎ গুলির শব্দ৷ রবিবার সন্ধায় চমকে উঠেছিলেন স্থানীয়রা৷ ততক্ষণে সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভারের পাশে পড়ে রয়েছেন একজন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝার। শনিবার শক্তিগড়ের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, একাধিক গুলি বিদ্ধ করেছিল রাজুর শরীর। তাঁর সঙ্গীও গুরুতর আহত হন। সেই শ্যুটআউট নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। আর যাঁর হাতে ধরে রাজু ঝা যোগ দিয়েছিলেন বিজেপিতে, সেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার তুললেন বিস্ফোরক অভিযোগ। কী বললেন তিনি, দেখে নেওয়া যাক...
দুষ্কৃতীর গুলিতে মৃত্যু রাজু ঝা'র
দিলীপ ঘোষ: রাজু ঝা বিধানসভা নির্বাচনের আগে আমাদের পার্টিতে যোগদান করেছিল। এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোম বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। কারও জীবনে কোনও সুরক্ষা নেই। সে একজন বড় ব্যবসায়ী বটে, যেভাবে হাইওয়ের উপরে তাঁকে খুন করা হয়েছে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে, সেটা চিন্তার বিষয় হয়ে গিয়েছে। আমরা আশা করব এর ব্যবস্থা নেওয়া হবে, না হলে বাকিদের ক্ষেত্রেও চিন্তার বিষয় হবে।
advertisement
advertisement
নীল বাতি গাড়ি করে আততায়ীরা এসে গুলি চালিয়েছে রাজু ঝা'কে
দিলীপ ঘোষ: এত ধরনের গুন্ডা, মাফিয়া পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে, যত রকমের অপরাধ, সেই অপরাধের পেছনে বড় বড় টাকার ব্যাপার আছে। গরু পাচার, বালি পাচার, পাথর পাচার থেকে শুরু করে সরকারি দফতরে যে ধরনের দুর্নীতি হয়েছে, অনেক বড় বড় টাকার লেনদেন হয়েছে। বহু লোক যুক্ত এর সঙ্গে, এর ফলে সমাজে অপরাধীকরণ হয়েছে। তার পরিনাম দেখতে পাচ্ছি আমরা। না হলে নীল বাতি গাড়ি কী করে পায় অপরাধীরা, বড় বড় অপরাধীদের সঙ্গে যুক্ত, এটাও জানা যাচ্ছে। এর তদন্ত করা দরকার আছে। এতে যে তদন্ত গুলো চলছে বড় বড়, তার সঙ্গে কোথাও না কোথাও যুক্ত আছে।
advertisement
রাজু ঝা'কে এর আগে সিআইডি গ্রেফতার করেছিল ২০২০ সালে। দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি।
দিলীপ ঘোষ: সুর যে কেউ চড়াতে পারে। তার আগে কার সঙ্গে ছিল। যে পার্টির মন্ত্রী, এমএলএ, সাংসদরা জেলে আছে, পুরো সমাজে দুর্নীতিকরণ হয়ে গেছে। আর আসানসোল এলাকায় কে কে কাকে সার্টিফিকেট দেবে ওখানকার মন্ত্রী সম্বন্ধে, কয়লা মাফিয়া অভিযোগ আছে। সুর চড়ানো আলাদা কথা, অপরাধী হতে পারে কেউ যতক্ষণ না অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমরা অপরাধী বলতে পারি না। যাকে ধরবেন আসানসোলে কয়লা মাফিয়া, অমুক মাফিয়া। সেটা প্রশ্ন নয়, বিচার করার অধিকার আমাদের নেই। একটা মানুষকে খুন করা হল নৃশংসভাবে হাইওয়ের উপরে, সমাজে এর ফলে কী বার্তা যাবে, সেই জন্যে সরকারের দায়িত্ব দোষীদের গ্রেফতার করা, সত্য সামনে নিয়ে আসা।
advertisement
৩ এপ্রিল রাজু ঝাকে ইডি দিল্লিতে তলব করেছিল
দিলীপ ঘোষ: অনেকে হয়ত ভাবছে রাজু ঝা'কে জেরা করলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে, সেই জন্য তার অনেক উপর অব্দি যেতে পারে তদন্তকারী সংস্থা। যেমন অন্যান্য নেতাদের ধরেছে সেখান থেকে অনেক রকম তথ্য আসছে। সন্দেহ বাড়ছে উপরের দিকে সেই ছেলের সঙ্গে যুক্ত হতে পারে, সেই জন্য হয়ত তার মুখ বন্ধ করা হল। বড় চক্রান্তের অংশ হবে এটা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 9:49 AM IST