#কলকাতা: রাজ্যের সমস্ত স্বাস্থ্যকর্মীকে পিপিই ব্যাবহার করতে হচ্ছে করোনা রুগীদের চিকিৎসার সময়। এদিকে মাস্ক ও বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে মাস্ক সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসকদের। উন্নত ধরনের FFP মাস্ক অনেকটাই রক্ষা করে N95 মাস্কের তুলনায়। শনিবার সেই বিশেষ ধরনের মাস্ক দেওয়া হয় রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ও হাসপাতালগুলিকে।
এই বিশেষ ধরনের মাস্ক অনেকটাই সুবিধা দেবে চিকিৎসকদের বলে জানিয়েছেন শান্তনু সেন। তিনি জানান, N95 মাস্ক একটি সংক্রমণ রুখতে তার ৯৫ শতাংশ কার্যকর। যদিও FFP মাস্ক ৯৯.৫ শতাংশ সংক্রমণ রুখতে পারে। শনিবার শুরু মাস্ক নয় একই ভাবে পিপিই কিট ও দেওয়া হয়। কারন করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমানের পিপিই। সেও কারনেই পিপিই দেওয়া হল আর জি কর মেডিকেল কলেজ, এস এস কে এম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ ছাড়াও শিশু মঙ্গল, কেপিসি-র মত হাসপাতালগুলিকেও। এদিন মাস্ক ও FFP নিয়ে সব মিলিয়ে দশ হাজার বিতরণ করা হল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) তরফে। শান্তনু সেন জানান, এদিনের পর আরও কিট ও মাস্ক বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পৌঁছে যাবে। বর্তমানে কলকাতার হাসপাতালে পৌছালেও পরবর্তীকালে জেলাতেও যাবে পিপিই ও FFP।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Indian Medical Associations, Masks, PPE