#কলকাতা: উৎসবের মরশুমেও দেশজুড়ে করোনার বিধিনিষেধ চালু রাখতে হবে। এই মর্মে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রতিটি রাজ্যকে এই মর্মে চিঠি দেন। সেই চিঠিতে তিনি জানান, স্থানীয় উৎসবেও করোনার বিধিনিষেধ জারি রাখতে হবে রাজ্যগুলিকে। তবে, শুধু দুর্গাপুজো নয়, মহরম, ওনাম, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী ও দুর্গাপুজো যে রাজ্যগুলিতে প্রচলিত সেখানে করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে। না হলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এবং আইসিএমআর-এর সর্তকতার কথা উল্লেখ করে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি এই চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
প্রসঙ্গত, চলতি বছর ১৯ অগাস্ট মহরম এবং দুর্গাপুজো শুরু ১৫ অক্টোবর থেকে। অর্থাৎ, চলতি মাস থেকেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এই পরিস্থিতিতে এখনও শেষ হয়নি করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অগাস্টেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউও। আর পুজোর সময় তা শীর্ষে পৌঁছতে পারে। এমতাবস্থায় উৎসবের মরশুমে দরকার বাড়তি সর্তকতা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রতিটি রাজ্যকে এই মর্মেই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, আইসিএমআর ও এনসিডিসি-র তরফে জানানো হয়েছে উৎসবের মরশুমে জমায়েত হলে তা নতুন করে সুপার স্প্রেডারে পরিণত হতে পারে।
দেশে এখনও চিন্তার বিষয় ডেল্টা প্লাস প্রজাতির ভাইরাস। প্রসঙ্গত, গতকাল পর্যন্ত ৮টি রাজ্যে 'আর ফ্যাক্টর' (R-Factor) ছিল ১-র উপরে। অর্থাৎ, এতেই স্পষ্ট, এই প্রজাতি কতটা সংক্রামক। পশ্চিমবঙ্গে 'আর ফ্যাক্টর' এখন ১। দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। গতবার হাইকোর্টের নির্দেশে নিয়ন্ত্রিতভাবে পুজো আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। এবারও ১৪ দফা কোভিড বিধি তৈরি করেছে ক্লাবগুলির ফোরাম। তবে পুজো কীভাবে হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।