হোম /খবর /কলকাতা /
সুশান্তের পুনরাবৃত্তি চান না অনুজ শর্মা, অবসাদ গ্রাস করলে ১০০ ডায়ালের পরামর্শ

সুশান্তের পুনরাবৃত্তি চান না অনুজ শর্মা, অবসাদ গ্রাস করলে বা হীনমন্যতায় ভুগলে ফোন করুন 100 ডায়ালে

মানসিক অবসাদ গ্রাস করলে বা হীনমন্যতায় ভুগলে শহরের নাগরিকদের পাশে কলকাতা পুলিশ ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মানসিক অবসাদ গ্রাস করলে বা হীনমন্যতায় ভুগলে শহরের নাগরিকদের পাশে কলকাতা পুলিশ। দিনের যে কোনও সময় হেল্পলাইন ১০০ ডায়ালে ফোন করলে মিলবে সহায়তা । রবিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ট্যুইট করে তিনি জানিয়েছেন, মানসিক কোনও ধরনের কোনও সমস্যা হলে বা নিঃসঙ্গতা গ্রাস করলে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করুন । আপনাকে সাহায্য করবেন পুলিশকর্মীরা। আপনাদের দুঃখ-কষ্টের কথা ভাগ করে নেবেন তাঁরা । তিনি লেখেন, "Speak out! Talk it out! Let the emotions flow out! There is always light at the end of tunnel! In case of any distress #Dial100 . We are there for you. #TeamKP #WeDareWeCare."

রবিবার দুপুরে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ৷ বয়স হয়েছিল ৩৪ বছর৷ মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷

Published by:Shubhagata Dey
First published:

Tags: Anuj Sharma, Dial 100, Sushant singh Rajput