Hiran Chatterjee Press Conference: ‘আমি বিজেপিতেই থাকব’, ছবি বিকৃতির অভিযোগ তুলে তৃণমূলের সব দাবি ওড়ালেন হিরণ
- Published by:Uddalak B
Last Updated:
Hiran Chatterjee Press Conference: তাঁর ছবির প্রসঙ্গ এদিন নস্যাৎ করে দেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷
কলকাতা: সাংবাদিক বৈঠক থেকে সব জল্পনায় জল ঢাললেন হিরণ চট্টোপাধ্যায়৷ তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন, বিজেপিতেই আছেন, আর বিজেপিতেই থাকছেন তিনি৷ পাশাপাশি তাঁর অভিযোগ, তাঁর ছবি বিকৃত করে তাঁেক আঘাত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷ অজিত মাইতির সঙ্গে তাঁর ছবির প্রসঙ্গ এদিন নস্যাৎ করে দেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷
সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘আমি কোথাও যোগদান করছি না৷ আমি বিজেপিতেই থাকব৷ তৃণমুলের নেতাদের এখন উঠতে বসতে চোর অপবাদ দেওয়া হচ্ছে৷ সেখানে যাওয়ার কোনও প্রশ্নই নেই৷’’ এর আগেই একটি ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়৷ সেখানে তৃণমূল নেতার সঙ্গে হিরণের ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ সেই ছবি আসল না নকল, তা নিয়েও বিতর্ক হয়৷ শনিবার সেই বিতর্কেই জল ঢাললেন হিরণ৷
advertisement
advertisement
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
পাশাপাশি হিরণ দাবি করেন, ‘‘তৃণমূলের অনেক নেতা আমাকে বলেছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে আসবেন৷ যাঁরা সততার সঙ্গে রাজনীতি করতে চান, তাঁরা বিজেপিতে আসতে চান৷’’
advertisement
পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের নেতারা দীর্ঘদিন ধরে বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন৷ শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী ও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বিজেপির সৎ নেতারা৷ ‘‘তৃণমূলের ভাল নেতারা বিজেপির জানালা-দরজা একটু খোলার অপেক্ষায় আছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 7:12 PM IST