Hwh-Njp Vande Bharat express: বাংলা নয়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহার থেকে! ফুটেজে মিলল মারাত্মক দৃশ্য

Last Updated:

Hwh-Njp Vande Bharat express: গত ২ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে৷ সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়। আবার গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়।

বন্দে ভারতে হামলায় বিহার যোগ?
বন্দে ভারতে হামলায় বিহার যোগ?
#কলকাতা: বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনই পাথর হামলা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। এই হামলা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। তাই তড়িঘড়ি নিরপত্তা বাড়ানোতে জোর দিয়েছে পূর্ব রেল। এরই মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মুহূর্তের ছবি এবার প্রকাশ্যে এল। ট্রেনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই পাথর ছোড়ার মুহূর্তের ছবি। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে।
আর সেই সূত্রেই সামনে এসেছে রেলের বয়ানে অসঙ্গতিও। অর্থাৎ, পাথর মারার ঘটনা এ রাজ্যের নয়। বন্দে ভারত এক্সপ্রেসে হামলায় বিহার যোগ? রেলের ভিডিও অনুযায়ী, হামলার সময় বন্দে ভারত এক্সপ্রেস ছিল ধূলাবাড়ির কাছে। সেই জায়গা বিহারের মধ্যে পড়ে। রেল শুরুতে জানিয়েছিল, দুপুর ১.২০ মিনিটে হামলার ঘটনা ঘটেছিল। যদিও রেলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ঘটনা ঘটেছে দুপুর ১২.৫৪ মিনিটে। সেই সময় ট্রেন ছিল বিহারের ধূলাবাড়ি ও মানগুরজানের মধ্যে। অর্থাৎ, হামলার ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে।
advertisement
advertisement
গত ২ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে৷ সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়। আবার গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এমনই অভিযোগ জানিয়েছিল রেল।
advertisement
এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফে বুধবার ভালো করে পরীক্ষা করা হয় ট্রেনটিকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা এসে ট্রেন সেটটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন৷ ট্রেনের ক্যামেরায় থাকা সব ছবি উদ্বার করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোটরম্যানের ক্যাব ও সাইড ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করা হয়৷
advertisement
তাতেই দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷ রেলের তরফে জানানো হয়েছে, তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hwh-Njp Vande Bharat express: বাংলা নয়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহার থেকে! ফুটেজে মিলল মারাত্মক দৃশ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement