Hwh-Njp Vande Bharat express: বাংলা নয়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহার থেকে! ফুটেজে মিলল মারাত্মক দৃশ্য
- Published by:Suman Biswas
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Hwh-Njp Vande Bharat express: গত ২ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে৷ সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়। আবার গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়।
#কলকাতা: বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনই পাথর হামলা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। এই হামলা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। তাই তড়িঘড়ি নিরপত্তা বাড়ানোতে জোর দিয়েছে পূর্ব রেল। এরই মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মুহূর্তের ছবি এবার প্রকাশ্যে এল। ট্রেনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই পাথর ছোড়ার মুহূর্তের ছবি। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে।
আর সেই সূত্রেই সামনে এসেছে রেলের বয়ানে অসঙ্গতিও। অর্থাৎ, পাথর মারার ঘটনা এ রাজ্যের নয়। বন্দে ভারত এক্সপ্রেসে হামলায় বিহার যোগ? রেলের ভিডিও অনুযায়ী, হামলার সময় বন্দে ভারত এক্সপ্রেস ছিল ধূলাবাড়ির কাছে। সেই জায়গা বিহারের মধ্যে পড়ে। রেল শুরুতে জানিয়েছিল, দুপুর ১.২০ মিনিটে হামলার ঘটনা ঘটেছিল। যদিও রেলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ঘটনা ঘটেছে দুপুর ১২.৫৪ মিনিটে। সেই সময় ট্রেন ছিল বিহারের ধূলাবাড়ি ও মানগুরজানের মধ্যে। অর্থাৎ, হামলার ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে।
advertisement
advertisement
গত ২ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে৷ সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়। আবার গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এমনই অভিযোগ জানিয়েছিল রেল।
advertisement
এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফে বুধবার ভালো করে পরীক্ষা করা হয় ট্রেনটিকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা এসে ট্রেন সেটটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন৷ ট্রেনের ক্যামেরায় থাকা সব ছবি উদ্বার করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোটরম্যানের ক্যাব ও সাইড ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করা হয়৷
advertisement
তাতেই দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷ রেলের তরফে জানানো হয়েছে, তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 11:36 AM IST