মহিলা সিভিক ভলান্টিয়ার খুনে গ্রেফতার স্বামী, জেরায় স্বীকার খুনের কথা
Last Updated:
দু’দিনের ‘নাটকে’ অবশেষে যবনিকা পতন ৷ দফায় দফায় পুলিশি জেরার মুখে স্ত্রীকে খুনের কথা স্বীকার করলেন স্বামী ৷ সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন করিয়েছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে নেন সুপ্রতিম ৷ সিভিক ভলান্টিয়ার শম্পা দাসকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল শম্পার স্বামী সুপ্রতিম দাসকে ৷
#কলকাতা: দু’দিনের ‘নাটকে’ অবশেষে যবনিকা পতন ৷ দফায় দফায় পুলিশি জেরার মুখে স্ত্রীকে খুনের কথা স্বীকার করলেন স্বামী ৷ সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন করিয়েছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে নেন সুপ্রতিম ৷ সিভিক ভলান্টিয়ার শম্পা দাসকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল শম্পার স্বামী সুপ্রতিম দাসকে ৷
গত শুক্রবার কৈখালির চিড়িয়ামোড়ে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ তাঁর স্বামীকে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে সিভিক ভলান্টিয়ার শম্পা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
advertisement
advertisement
শুক্রবার রাত সাড়ে ৮টায় কাজ করে বাড়ি ফেরেন শম্পা দাস। সেই সময় তাঁর স্বামী সুপ্রতিম ও শ্বাশুড়ি বাড়িতে ছিলেন। সাড়ে তিন বছরের ছেলে বাইরে ছিল। সাড়ে ন'টা নাগাদ বাড়িতে ঢুকে সিড়িতে রক্ত দেখে কাঁদতে শুরু করে ছেলে। প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শম্পা, ঘরে চেয়ারে হাত পা বাঁধা, আহত অবস্থায় রয়েছেন সুপ্রতিম দাস। সে সময় সুপ্রতিম নিজেও জানিয়েছিলেন, দুষ্কৃতিদের বাধা দিতে গিয়েই জখম হয়েছেন তিনি ৷ যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ছিল, স্ত্রীকে খুন করে দুষ্কৃতী হামলা ও লুঠের অভিনয় করছেন শম্পার স্বামী সুপ্রতিম। দেহের আঘাতও নিজেই করেছেন তিনি অথবা ঘটনা সাজানোর অন্য কাউকে দিয়ে করিয়েছেন ৷ সুপ্রতিমকে জেরা করতে গিয়ে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয় ৷ তাঁর বয়ানে প্রথম থেকেই প্রচুর অসঙ্গতি ধরা পড়ে ৷
advertisement
মৃতার পরিবার প্রথম থেকেই খুনের অভিযোগ করেছিল ৷ তাঁদের দাবি ছিল, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে শম্পাকে ৷ শম্পার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয় শম্পার পরিবারের তরফে ৷ তাঁদের দাবি, সম্পত্তি বিবাদের জেরেই এই ঘটনা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 8:11 AM IST