সিভিক ভলেন্টিয়ার খুনে নয়া মোড়, স্বামী ও পরিচারিকাকে সন্দেহ পুলিশের

Last Updated:

গত শুক্রবার কৈখালির চিড়িয়ামোড়ে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ তাঁর স্বামীকে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে সিভিক ভলেন্টিয়ার শম্পা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

#কলকাতা: কৈখালিতে মহিলা সিভিক পুলিসের রহস্যজনক মৃত্যুতে এবার নয়া মোড় ৷ তদন্তে নেমে মৃতার স্বামীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, স্বামী সুপ্রতিম দাসের কথায় প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে ৷ ফলে সন্দেহের তালিকায় উপরের দিকেই রয়েছে স্বামীর নাম ৷
গত শুক্রবার কৈখালির চিড়িয়ামোড়ে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ তাঁর স্বামীকে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে সিভিক ভলেন্টিয়ার শম্পা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ আহত সুপ্রতিম এখনও চিকিৎসাধীন ৷
advertisement
advertisement
শুক্রবার রাত সাড়ে ৮টায় কাজ করে বাড়ি ফেরেন শম্পা দাস। সেই সময় তাঁর স্বামী সুপ্রতিম ও শ্বাশুড়ি বাড়িতে ছিলেন। সাড়ে তিন বছরের ছেলে বাইরে ছিল। সাড়ে ন'টা নাগাদ বাড়িতে ঢুকে সিড়িতে রক্ত দেখে কাঁদতে শুরু করে ছেলে। প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শম্পা, ঘরে চেয়ারে হাত পা বাঁধা, আহত অবস্থায় রয়েছেন সুপ্রতিম দাস।
advertisement
স্থানীয়দের অনুমান, লুঠ করতে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। সুপ্রতিম নিজেও জানিয়েছিল, দুষ্কৃতিদের বাধা দিতে গিয়েই জখম হয়েছেন তিনি ৷ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে দুষ্কৃতী হামলা ও লুঠের অভিনয় করছেন শম্পার স্বামী সুপ্রতিম। পুলিশের অনুমান, দেহের আঘাত নিজেই করেছেন সুপ্রতিম ৷ বা ঘটনা সাজানোর অন্য কাউকে দিয়ে করিয়েছেন ৷ সুপ্রতিমকে জেরা করতে গিয়েও সন্দেহ হয় পুলিশের ৷ তাঁর বয়ানে প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে ৷
advertisement
সন্দেহের তালিকা থেকে অবশ্য বাদ যাচ্ছেন না বাড়ির পরিচারিকাও ৷ সুপ্রতিমকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাড়িতে ফেরার আগে পরিচারিকার বাড়িতে গিয়েছিলেন শম্পার স্বামী ৷
অন্যদিকে মৃতার পরিবারের দাবি পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে শম্পাকে ৷ শম্পার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে ৷ তাঁদের দাবি, সম্পত্তি বিবাদের জেরেই এই ঘটনা ৷ পরিচারিকার বাড়ি থেকে ফিরে খুন ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে খুন করেছেন সুপ্রতিম ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিভিক ভলেন্টিয়ার খুনে নয়া মোড়, স্বামী ও পরিচারিকাকে সন্দেহ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement