Humayun Kabir Suspended: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর! ঘোষণা ফিরহাদের...পাল্টা নতুন দল গড়ার হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের

Last Updated:

এদিন মুর্শিদাবাদে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা৷ সকাল সকাল সেখানেই গিয়েছিলেন হুমায়ুন৷ সেখানেই তিনি খবর পান তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে৷ সঙ্গে সঙ্গে হুমায়ুন কবীরও জনসভার স্থল থেকে বেরিয়ে যায়। জানান, আগামিকালই তিনি রিজাইন করবেন। আগামী ২২ ডিসেম্বর নতুন দল করবেন বলে হুঁশিয়ারিও দেন৷

News18
News18
কলকাতা: বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপড়েনশেষকালে চরমে উঠেছিল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের সংঘাত৷ শেষমেষ বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড করা হল হুমায়নকে
advertisement
এদিন সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানান, ‘‘দলবিরোধী কাজ করার জন্য ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করছে তৃণমূল৷ পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের মতামত নিয়ে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করা হল৷ ধর্ম নিয়ে যাঁরা ভেদাভেদ করে তার সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না৷’’
advertisement
advertisement
ফিরহাদ জানান, আইন শৃঙ্খলা প্রশাসন দেখবে। দলের তরফ থেকে তিনবার বিধানসভায় ডেকে হুমায়ুন কবীরকে সতর্ক করা হয়েছিল৷ এই বিষয় নিয়ে বলা হয়েছিল তিনি শোনেনি বলে জানান ফিরহাদ
advertisement
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম হুমায়ুনের সাসপেনশনের কথা ঘোষণা বলেন, ‘‘যে ভেদাভেদের রাজনীতি করবে আইন তার ব্যবস্থা নেবে৷ ভেদাভেদের রাজনীতি করতে দেব না৷ এই ধরনের মানুষের জন্য সাধারণ মানুষের হত্যা হয়৷’’
২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুমায়ুন৷ সেই কথা মনে করিয়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘‘ভেদাভেদ করে বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছেন৷ এটা বিজেপির সুবিধা হবে৷ হুমায়ুনের মতো লোককে দিয়ে বিজেপি এই কাজ করছে৷ এটা বড় ষড়যন্ত্র। আগে থেকে পূর্বপরিকল্পিত ছিল৷’’
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার মুর্শিদাবাদে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা৷ তার আগে সভাস্থলে পৌঁছেছিলেন হুমায়ুন৷ সেখানেই দল থেকে সাসপেনশনের খবর পান৷ হুমায়ুন কবীরও পাল্টা দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি কালই দল ছাড়বেন৷ তাঁকে ডেকে এনে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক
advertisement
ফিরহাদ অবশ্য জানান, ‘‘সভাস্থলে যেতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই ওঁকে সাসপেন্ড করা হয়েছেশৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত৷’’
advertisement
দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করতে দেখা যাচ্ছিল হুমায়ুনকে৷ এমনকি, আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক৷ কিন্তু, গত বুধবার তাঁর এক মন্তব্য চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করে৷ ৬ ডিসেম্বর NH-34-এর ‘দখল’ নেওয়ার হুঁশিয়ারিও দেন৷ তীব্র অস্বস্তিতে পরে তৃণমূলতারপরেই তৃণমূলের এই সিদ্ধান্ত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Humayun Kabir Suspended: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর! ঘোষণা ফিরহাদের...পাল্টা নতুন দল গড়ার হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের
Next Article
advertisement
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতেই চলছে ইন্ডিগোর বিমান
  • যাত্রী ভোগান্তি অব্যাহত !

  • দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল

  • অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

VIEW MORE
advertisement
advertisement