Panipat News: ‘কেন আমার চেয়েও বেশি সুন্দর..,’ তাই ফুটফুটে ৩টে বাচ্চাকে খুন! ছাড়েনি নিজের পেটের ছেলেকেও, পানিপতে প্রকাশ্যে সিরিয়াল কিলার পুনম

Last Updated:

এই প্রত্যেকটা মৃত্যুই দুর্ঘটনা মনে করেছিল পুনমের পরিবার৷ কিন্তু, বিধির মৃত্যুর পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সব কথাই স্বীকার করে নিয়েছে পুনম৷

News18
News18
পানিপত: প্রথমে ভাসুরের ৯ বছরের মেয়ে৷ নিজের ৩ বছরের ছেলে৷ তুতো ভাইয়ের ৬ বছরের মেয়ে৷ সব শেষে আরেক তুতো ভাইয়ের মেয়ে৷ পর পর ৪টে শিশুকে খুন৷ চারজনকেই ড্রামের জলে ডুবিয়ে৷ হরিয়ানার পানিপতে ধরা পড়ল ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার৷ নাম পুনম, দেখতে সাধারণ গরিব ঘরের গ্রামের এক মহিলা৷ কিন্তু, আদতে খুনি৷
পুলিশ জানিয়েছে, ৬ বছরের বিধি এবং নিজের ছেলে শুভম সহ ৪টি শিশুকে টাবের জলে ডুবিয়ে খুন করার কথা স্বীকার করেছে পুনম৷ পুলিশের কাছে পুনম জানিয়েছে, তার পরিবারে কেউ তার চেয়েও বেশি সুন্দর হয়, তা সে সহ্য করতে পারে না৷ সেই হিংসা থেকেই পর পর খুন৷
advertisement
advertisement
গত সোমবারের ঘটনা৷ হরিয়ানার সোনিপতের নাউলথা গ্রাম৷ গোটা গ্রামই যেন একটা বিয়ে নিয়ে মেতে রয়েছে৷ সেই বিয়েতে সুন্দর সেজেগুজে ফুরফুর করে প্রজাপতির মতো যেন ঘুরে বেরাচ্ছিল ৬ বছরের ছোট্ট মেয়েটা, বিধি৷ পানিপতের ইসরানা থেকে নাগাদ দাদু পাল সিং, ঠাম্মা ওমবতী, বাবা সন্দীপ, মা এবং ১০ মাসের ছোট ভাইয়ের সঙ্গে আত্মীয়ের বিয়ের বাড়িতে বেরাতে এসেছিল৷ সেই নিষ্পাপ প্রাণ কি জানত, এখানেই লেখা রয়েছে তার মৃত্যু৷
advertisement
সোমবার তখন দুপুর দেড়টা৷ বরযাত্রী আসায় বিয়ের বাড়ির সবাই গিয়ে জড়ো হয় বাড়ির বাইরেটায়৷ সেই সময় পুনম দেখে বিধি সিঁড়ি দিয়ে ছাদে উঠছে৷ সে-ও তখন পিছু পিছু ছাদে ওঠে৷ তারপর বাচ্চাটার সঙ্গে গল্প করতে শুরু করে দেয়৷ তারপর যখন দেখে বিধিও তার সঙ্গে বেশ মিশে গেছে, তখন পুনম তাকে স্টোর রুমের পাশে থাকা একটা নীল প্লাস্টিকের টাবে রাখা জলে নিচু হয়ে দেখতে বলে বলে৷ আর বিধি সেটা করতেই পুনম তার ঘাড়-মাথা জোর করে জলের নীচে চেপে ধরে জলের নীচে৷ তারপর বিধি নিস্পন্দ হয়ে গেলে সে বাইরে থেকে স্টোর রুমের দরজা বন্ধ করে নীচে নেমে আসে৷
advertisement
এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে খোঁজ পরে বিধির৷ খোঁজ পড়ে গোটা বিয়ের বাড়ি ধরে৷ তারপর বিধির ঠাকুমা স্টোররুমের কাছে গিয়ে খুঁজতে যান, দেখেন দরজা বাইরে থেকে বন্ধ৷ খুলতেই দেখেন, তাঁর নাতনির মাথা জলে ডোবানো, আর পা মাটিতে৷
advertisement
এরপর দ্রুত শিশুটিকে স্থানীয় এনসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, ততক্ষণে সব শেষ৷ পুলিশ খুনের তদন্ত শুরু করতেই সামনে আসে বিধির পিসি পুনমের আসল রূপ৷
২০২৩ সালে পুনম প্রথমে তার জা’য়ের ৯ বছরের মেয়ে ইশিকাকে চৌবাচ্চায় ডুবিয়ে খুন করে৷ এরপর যাতে তার শ্বশুরবাড়ির লোক তাকে সন্দেহ না করে, সে নিজের ৩ বছরের ছেলেকেও একই ভাবে খুন করে৷ তারপর চলতি বছরের অগাস্ট মাসে সে তার তুতো ভাইয়ের ৬ বছরের মেয়ে, জিয়াকে খুন করে৷ কারণ, তার মনে হয়েছিল ওই ছোট্ট মেয়েটা তার চেয়ে বেশি সুন্দর৷
advertisement
এই প্রত্যেকটা মৃত্যুই দুর্ঘটনা মনে করেছিল পুনমের পরিবার৷ কিন্তু, বিধির মৃত্যুর পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সব কথাই স্বীকার করে নিয়েছে পুনম৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Panipat News: ‘কেন আমার চেয়েও বেশি সুন্দর..,’ তাই ফুটফুটে ৩টে বাচ্চাকে খুন! ছাড়েনি নিজের পেটের ছেলেকেও, পানিপতে প্রকাশ্যে সিরিয়াল কিলার পুনম
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement